সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য ‘দাবাং’-এর পনেরো বছর পূর্তি হল। তবে সলমন খানের বিরুদ্ধে বিষোদগার কিছুতেই থামছে না ‘চুলবুল পাণ্ডে’র ব্লকবাস্টার সিনেমার পরিচালক অভিনব কাশ্যপের। সম্পর্কে তিনি অনুরাগ কাশ্যপের ভাই। তবে দাদার মতো বলিউডের জমিতে পায়ের তলার মাটি শক্ত করতে পারেননি অভিনব। কেন পারলেন না, যেখানে তাঁর ফিল্মি কেরিয়ারে ‘দাবাং’-এর মতো হিট সিনেমা রয়েছে? সম্প্রতি তার ব্যাখ্যা দিতে গিয়েই সলমনকে দুষেছিলেন পরিচালক। এবার ভাইজানের পরবর্তী সিনেমা নিয়েও খোঁচা দিলেন অভিনব।
সলমন বর্তমানে ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর শুটে ব্যস্ত। ২০২০ সালে গালওয়ান ভ্যালির ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এই ছবি। যেখানে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে সলমন খানকে। যিনি ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন সেসময়ে। জওয়ানের চরিত্রে অভিনয়ের জন্য কড়া হোমওয়ার্কও করেছিলেন ভাইজান। সেপ্টেম্বর মাসের গোড়ার দিকে লাদাখের হাড় কাঁপানো ঠান্ডায় সদলবলে শুটিং করে এসেছেন অভিনেতা। সেখান থেকে শুটের অবসরে জওয়ানদের সঙ্গে সময় কাটানোর ছবিও ভাগ করে নিয়েছিলেন সলমন। এবার সেই ছবির চরিত্র নিয়েই তাঁকে কটাক্ষ করলেন পরিচালক অভিনব কাশ্যপ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনব কাশ্যপ বলেন, “আমি ওঁর এত সমালোচনা করা সত্ত্বেও ও চুপ করে আছে। তবে এতে সলমনের চাটুকারদের বেশ সমস্যা হচ্ছে বলেই মনে হল। এই লোকটি নিজের জীবন এতটাই ধ্বংস করে ফেলেছে যে ওঁকে আর বাঁচানোর কোনও উপায় নেই। আর সলমনের মতো একজন ক্রিমিনাল জওয়ানের চরিত্রে অভিনয় করবে!” এখানেই অবশ্য থামেননি পরিচালক। তাঁর সংযোজন, “সলমন আমার কাছে সিনেমার জন্যে ভিক্ষে চেয়েছিল। আমি ওকে দাবাংয়ে সুযোগ দিই। কিন্তু পরে ও আমার পিঠে ছুরি মারে। যে বিষ ওরা আমার মধ্যে ঢুকিয়েছে, সেটাই উগড়ে যাচ্ছি আমি। সলমনের মতো একজন ছাপড়িকে কেন জওয়ানের চরিত্রে কাস্ট করা হল?”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.