সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক বাদেই ‘দাবাং’-এর পনেরো বছর পূর্তি । তার প্রাক্কালেই বিস্ফোরক চুলবুল পাণ্ডের ব্লকবাস্টার সিনেমার পরিচালক অভিনব কাশ্যপ। সম্পর্কে অনুরাগ কাশ্যপের ভাই। তবে দাদার মতো বলিউডের জমিতে পায়ের তলার মাটি শক্ত করতে পারেননি অভিনব। কেন পারলেন না, যেখানে তাঁর ফিল্মি কেরিয়ারে ‘দাবাং’-এর মতো হিট সিনেমা রয়েছে? সম্প্রতি পরিচালক সেই ব্যাখ্যা দিতে গিয়েই দুষলেন সলমন খান ও তাঁর পরিবারকে!
সলমন ও তাঁর পরিবারের বিরুদ্ধে ‘পেটে লাথি মারা’র অভিযোগ এনেছেন অভিনব কাশ্যপ। অনুরাগের ভাইয়ের দাবি, ষড়যন্ত্র করে ‘দাবাং ২’-এর পরিচালকের আসন থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। অভিনব বললেন, “খান পরিবার তাঁর কেরিয়ার ধ্বংস করে দিয়েছে। সলমনের গোটা পরিবার প্রতিহিংসাপরায়ণ। আমি ওঁদের কথা না শুনলে আমাকে ওঁরা টিকতে দেবেন না। ‘দাবাং’ করার আগে বুঝিনি যে, সলমন খান এতটা নোংরা মানুষ।” এখানেই শেষ নয়! অভিনব কাশ্যপের আরও বিস্ফোরক অভিযোগ, “সলমন তাঁর সিনেমার কোনও কাজে যুক্ত থাকেন না। অভিনয়েও মন নেই তাঁর। গত ২৫ বছর ধরেই সেটা নেই। অভিনেতা হওয়ার তুলনায় বলিউডে অনেক বেশি ক্ষমতাশীল তিনি। আর সেটারই প্রভাব খাটান। সলমন একজন গুন্ডা। বলিউডের স্টার-তন্ত্রের বাবা ও। কারণ বলিউডের সঙ্গে যুক্ত ৫০ বছরের ফিল্মি পরিবারের সন্তান সলমন। ওঁরা সবকিছু নিয়ন্ত্রণ করে। আমার কেরিয়ারটাকে শেষ করে দিয়েছে ওঁরা।”
উল্লেখ্য, এর আগেও সলমন খানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন অভিনব কাশ্যপ। এবার সাম্প্রতিক এক সাক্ষাৎকারেও ভাইজান ও তাঁর ফিল্মি পরিবারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। যা আবারও চর্চার শিরোনামে। এদিকে এহেন সাক্ষাৎকার ভাইরাল হতেই বিগ বস-এর এক পর্বে শেহনাজ গিল যখন তাঁর ভাইকে বলিউডে জায়গা করে দেওয়ার জন্য ভাইজানের কাছে আর্জি জানান, তখন সলমনকে বলতে শোনা যায়, “আমি কবে, কোথায় কার কেরিয়ার গড়ে দিলাম? কেরিয়ার গড়ে দেবেন উপরওয়ালা। অনেকে তো আমার বিরুদ্ধে কুৎসাও রটিয়েছে যে, আমি তাঁদের কেরিয়ার ধ্বংস করে দিয়েছি। কাউকে ধ্বংস করার অধিকার আমার হাতে নেই। কিন্তু আজকাল এসব কুৎসা ভীষণ শোনা যায়। কার কেরিয়ার খেলাম আমি? আর যদি কারও কেরিয়ার শেষ করতে হয়, তাহলে নিজেরটাই করে দেব।” যদিও এপ্রসঙ্গে ভাইজান অভিনব কাশ্যপের নামোল্লখ করেননি, তবে একাংশের অনুমান, সলমনের নিশানায় এবার অনুরাগের ভাই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.