ছবি সংগৃহীত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য তেরোয় পা দিয়েছে অভিষেক বচ্চন-ঐশ্বর্য রাইয়ের একমাত্র মেয়ে আরাধ্যা। শৈশব থেকে কৈশোরে পা দিয়েছে বিগ বির নাতনি। এবার কি তাহলে দ্বিতীয় সন্তানের চিন্তাভাবনা করছেন আরাধ্যার বাবা-মা? প্রসঙ্গ উঠতেই লজ্জায় লাল হলেন জুনিয়র বচ্চন। কী প্রতিক্রিয়া অভিনেতার?
বেশ কিছুদিন ধরেই অভিষেক-ঐশ্বর্যর দাম্পত্যের সমীকরণ নিয়ে বিস্তর আলোচনা চলছে বলিপাড়ার অন্দরে। শোনা গিয়েছিল, বচ্চনদের সঙ্গে আপাতত থাকছেন না ঐশ্বর্য। এমনকী এ খবরও রটে, অভিষেক-ঐশ্বর্যর নাকি বিবাহবিচ্ছেদ হতে চলেছে। তবে সব জল্পনায় ইতিমধ্যেই রাশ টেনেছে বচ্চন পরিবার। শোনা যাচ্ছে আরাধ্যার কথা মাথায় রেখেই নাকি তাঁরা এখনও একসঙ্গে রয়েছেন। কিন্তু বছর খানেক আগে অভিনেতা রীতেশ দেশমুখের শোয়ে গিয়ে অন্যকথা বলেছিলেন অভিষেক। রীতেশ তাঁর শো ‘কেস বনতা হ্যায়’-তে দ্বিতীয় সন্তান নিয়ে প্রশ্ন করেন অভিষেককে। সেই প্রশ্ন শুনে লাজুক হেসে অভিষেক বলেন, “বয়সটা তো দেখতে হবে নাকি! আমি বয়সে তোমার থেকে বড়।”
প্রসঙ্গত, রীতেশ অভিষেককে প্রাথমিকভাবে বচ্চন পরিবারের নামকরণের বিষয়টি নিয়ে কথা বলেন। জানান, “আপনাদের বাড়িতে অমিতাভজি, অভিষেক, ঐশ্বর্য, আরাধ্যা সব নামই ‘এ’ দিয়ে শুরু। জয়া আর শ্বেতার ক্ষেত্রে বিষয়টা আলাদা।” তার উত্তরে অভিষেক বলেন, “এটাই প্রথা হয়ে গিয়েছে। পরবর্তী প্রজন্ম এলে তখন হয়তো এই প্রথার বদল ঘটবে।” এরই পরিপ্রেক্ষিতে রীতেশ অভিষেকের কাছে দ্বিতীয় সন্তানের ভাবনাচিন্তার বিষয়ে জানতে চান। আর সেই প্রশ্ন শুনেই লজ্জায় লাল হন অভিষেক। সম্প্রতি সেই পুরনো ভিডিও আবার সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবং তা দেখে নেটিজেনরাও আবার নতুন করে অভিষেক-ঐশ্বর্যকে নিয়ে আলোচনা শুরু করেছেন।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.