Advertisement
Advertisement
Abhishek Bachchan

ঐশ্বর্যর সঙ্গে বিচ্ছেদই ভবিতব্য? অবশেষে নীরবতা ভাঙলেন অভিষেক

গত ২০০৭ সালে সাতপাকে বাঁধা পড়েন অভিষেক-ঐশ্বর্য।

Abhishek Bachchan breaks silence on his separation rumours with Aishwarya Rai
Published by: Sayani Sen
  • Posted:June 30, 2025 1:21 pm
  • Updated:June 30, 2025 2:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিষেক-ঐশ্বর্যের দীর্ঘদিনের বিবাহিত সম্পর্কের ইতি? বিচ্ছেদই কি তবে ভবিতব্য? এমন প্রশ্ন বি-টাউনে কান পাতলে শোনা যায় অহরহ। যদিও জল্পনা নিয়ে একটি বাক্যও খরচ করতে শোনা যায় দু’জনকে। এবার অবশ্য নীরবতা ভাঙলেন বিগ বিপুত্র।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে অভিষেক (Abhishek Bachchan) বলেন, “লোকে যা বলে, তাতে আমার কিছু যায় আসে না। তবে আমার একটি পরিবার রয়েছে। তাঁরা দুঃখ পান। তবে আমি যদি সব কিছুর ব্যাখ্যাও দিই, তাও লোকে আমার কথার ভুল ব্যাখ্যা করবেই। কারণ, নেতিবাচক খবর বেশি বিক্রি হয়। আপনি (পড়ুন নিন্দুকরা) আমার কেউ নন। আপনি আমার জীবন বাঁচতে আসবেন না। সুতরাং আমি কাউকে উত্তর দিতে বাধ্য নই।” তিনি আরও বলেন, “যাঁরা নেতিবাচক কথা ছড়ান তাঁরাই উত্তর দেবেন। আমি নই। কারণ, আমার এই কথায় কিছু যায় আসে না।” সমালোচকদের উদ্দেশে তাঁর বার্তা, “কম্পিউটারের সামনে বসে বসে ভুলভাল মন্তব্য করা কোনও কাজের কথা নয়। ভাবা উচিত আপনাদের মন্তব্য অনেককে ব্যথা দেয়। জানি না কতটা মোটা চামড়ার তাঁরা।”

প্রসঙ্গত, গত ২০০৭ সালে সাতপাকে বাঁধা পড়েন অভিষেক-ঐশ্বর্য। ২০১১ সালে বচ্চন পরিবারের আসে নতুন সদস্য। ঐশ্বর্যর কোল আলো করে আরাধ্যা। কয়েক বছর যেতে না যেতেই বিচ্ছেদের গুঞ্জনে ভারী হয়ে ওঠে বি টাউন। বলিপাড়ার অলিগলিতে কান পাতলেই শোনা যাচ্ছিল মনখারাপ করা খবর। কখন শোনা গিয়েছে, শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না ঐশ্বর্য, সে কারণেই নাকি বিচ্ছেদের সম্পর্ক। আবার কেউ কেউ দাবি করতেন, শাশুড়ি নয়। অভিষেকের সঙ্গেই নাকি ঐশ্বর্যর মতবিরোধ সবচেয়ে বেশি। তাই জীবনের পথ আলাদা হতে চলেছে তাঁদের। একাধিক অনুষ্ঠানে একসময় একসঙ্গে দেখা যায়নি তাঁদের। শুধুমাত্র মেয়ে আরাধ্যার সঙ্গে দেখা গিয়েছিল ঐশ্বর্যকে। টানাপোড়েনের মাঝে বিবাহবার্ষিকীর মিষ্টি পোস্ট করেন ঐশ্বর্য। মুম্বইয়ের অনুষ্ঠানে একসঙ্গে যোগদানও করতে দেখা গিয়েছে তাঁদের। কানে মাথা ভর্তি সিঁদুর নিয়ে হাজির হন প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী। তাতেই বিচ্ছেদ জল্পনায় জল ঢেলে দিয়েছেন দু’জনে। মুখ খোলেননি অভিনেত্রী। তবে অভিষেক মুখ খুলে বুঝিয়ে দিলেন নিন্দুকরা যে যাই বলুন না কেন সম্পর্কে কোনও ছেদ নেই তাঁদের। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement