Advertisement
Advertisement
Abhishek Bachchan

‘ভুল থেকে শিক্ষা…’, মাঝরাতে অভিষেকের পোস্ট! ঐশ্বর্যের সঙ্গে বিয়েটাই কি ভুল জুনিয়ার বচ্চনের?

আর কী লিখলেন অভিষেক?

Abhishek Bachchan cryptic post on instagram| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 27, 2024 9:33 am
  • Updated:January 27, 2024 9:33 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাহলে কি ডিভোর্সের গুঞ্জনই সত্য়ি! তাহলে কি সত্য়িই ঐশ্বর্যকে ছাড়ছেন অভিষেক বচ্চন! সংসারটা কি কিছুতেই গুছিয়ে উঠতে পারছেন না! বলিপাড়ায় প্রশ্ন উঠছে অনেক। কিন্তু জবাব শুধুই ইঙ্গিতপূর্ণ। হ্যাঁ, শুক্রবার মাঝরাতে এমনই এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলেন অভিষেক। যা দেখে নেটপাড়া মনে করছে অভিষেক বিচ্ছেদের কথাই বলছেন। ঐশ্বর্যের সঙ্গে বিয়েটাকেই ভুল হিসেবে দেখছেন জুনিয়ার বচ্চন।

Advertisement

তা ঠিক কী পোস্ট করেছেন অভিষেক?

অভিষেক পোস্ট করেছেন এক জীবন দর্শন। যেখানে লেখা ‘ব্যর্থ হওয়ার ভয় থাকলেই স্বপ্নপূরণ হয় না। কারণ, ব্যর্থতা থেকেই স্বপ্ন তৈরি হয়।’

প্রসঙ্গত, ঐশ্বর্য-অভিষেককে নিয়ে বচ্চন পরিবারে অশান্তি তুঙ্গে। প্রকাশ্যে এসব নিয়ে কিছু না বললেও, তাঁদের দাম্পত্য যে আর সুখের নয়, তা স্পষ্ট তাঁদের নানা আচরণেই। এই যেমন, কয়েকদিন আগে খবরে এসেছিল অভিষেক তাঁর বিয়ের আংটি খুলে ফেলেছেন। অন্যদিকে, এবার দেখা গেল শুধু অভিষেক নয়, ঐশ্বর্যর হাত থেকেও গায়েব বিয়ের আংটি। যে আংটিকে আগলে রাখতেন জুনিয়ার বচ্চন ঘরনি। সেই আংটিকেই ছুঁড়ে ফেলেছেন!

[আরও পড়ুন: রামমন্দিরে যাওয়ার পরপরই পদ্মভূষণ পেলেন চিরঞ্জিবী, মোদিকে ধন্যবাদ ছেলে রামচরণের]

১৬ বছরের বিবাহিত সম্পর্কে ভাঙন নিয়ে কম জলঘোলা হচ্ছে না। সর্বত্র কান পাতলেই শোনা যাচ্ছে, ঐশ্বর্যর সঙ্গে তাঁর শাশুড়ি ও ননদের সম্পর্ক প্রায় তলানিতে ঠেকে। তার জেরেই দাম্পত্য সম্পর্ক উষ্ণতা হারিয়েছে। শোনা যায়, শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে গিয়ে উঠেছিলেন ঐশ্বর্য।

[আরও পড়ুন: ‘আমি সাচ্চা ভারতীয়, দেশ-অনুরাগীদের কাছে কৃতজ্ঞ’, পদ্মভূষণে প্রতিক্রিয়া উষা উত্থুপের]

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ