Advertisement
Advertisement
Aishwarya-Abhishek

বিচ্ছেদের জল্পনায় জল! আম্বানিদের অনুষ্ঠানের ভিডিওয় একসঙ্গে ঐশ্বর্য-অভিষেক

ভাইরাল এই ভিডিওতে আবার সলমনও রয়েছেন।

Abhishek Bachchan joined Aishwarya Rai, Aaradhya at Ambani wedding
Published by: Suparna Majumder
  • Posted:July 14, 2024 9:10 am
  • Updated:July 14, 2024 5:11 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় বচ্চন পরিবারের টানাপোড়েন নিয়ে নানা জল্পনা শোনা যায়। এই জল্পনায় ঘৃতাহুতি তখন পড়ে, যখন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে ঐশ্বর্য ও তাঁর মেয়ে আরাধ্যা আলাদা ক্যামেরার সামনে পোজ দেন, আবার বাকি বচ্চন পরিবারকে একসঙ্গে দেখা যায়। প্রশ্ন উঠে, তাহলে কি সত্যিই বচ্চন পরিবারে ভাঙনের সম্ভাবনা তৈরি হয়েছে? এমন প্রশ্ন ও জল্পনায় যেন জল পড়ল ঐশ্বর্য ও অভিষেক বচ্চনের সাম্প্রতিক ছবি ও ভিডিওতে।

Advertisement
Aishwarya-Abhishek-and-bachchans
ছবি: সংগৃহীত

এই ছবি ও ভিডিও অনন্ত ও রাধিকার বিয়ের। যাতে লাল সালোয়ার পরে গিয়েছিলেন ঐশ্বর্য। আরাধ্যার পরনে ছিল প্রায় একই রকমের সালোয়ার। অভিষেকের পরনে ছিল শেরওয়ানি। তবে স্ত্রী ও মেয়ে নয়, বাবা-মা ও দিদি শ্বেতার পরিবারের সঙ্গে আম্বানিদের অনুষ্ঠানে পৌঁছান। এতেই দুজনের আলাদা থাকার জল্পনা নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে। কিন্তু সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, অ্যাশ দিব্যি তাঁর স্বামীর পাশে বসে রয়েছেন। সঙ্গে আরাধ্যাও রয়েছেন। ভিডিওর শুরুতে আবার সলমন খানকেও দেখা যাচ্ছে।

 


by in

[আরও পড়ুন: ট্রাম্পের জনসভায় প্রাণঘাতী হামলা, কড়া নিন্দা বাইডেন-ওবামা-মাস্কের]

সলমন খানের সঙ্গে সম্পর্ক ভাঙার পরই বিবেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ঐশ্বর্য। কিন্তু তা বেশিদিন টেকেনি। ২০০৭ সালে অভিষেক ও ঐশ্বর্যর বিয়ে হয়। বচ্চন পরিবারের বধূ হন প্রাক্তন বিশ্বসুন্দরী। ২০১১ সালের ১৬ নভেম্বর অভিষেক-ঐশ্বর্যর একমাত্র মেয়ে আরাধ্যার জন্ম হয়। শোনা যায়, বিয়ের কিছু দিন পর থেকেই নাকি শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বর্যর বনিবনা নেই।এমনকী ননদ শ্বেতা বচ্চনের সঙ্গেও অভিনেত্রীর দূরত্ব রয়েছে।

তবে বচ্চন পরিবারে ভাঙনের জল্পনা গত বছরের দিওয়ালির পর থেকে আরও জোরাল হয়। একদিকে যখন বচ্চন পরিবারের পুজোর আয়োজন হচ্ছিল, অন্যদিকে মেয়েকে নিয়ে মুম্বই ছাড়তে দেখা যায় ঐশ্বর্য রাই বচ্চনকে। এই ঘটনার কিছুদিন পরই খবর মেলে, নিজের বিলাসবহুল বাংলো প্রতীক্ষা মেয়ে শ্বেতার নামে করে দিয়েছেন বিগ বি। এতেই দুইয়ে দুইয়ে চার করতে থাকেন নেটিজেনরা। শোনা যায়, বচ্চন বাংলো ছেড়ে মেয়েকে নিয়ে মায়ের কাছে গিয়ে থাকছেন ঐশ্বর্য। যদিও এর পরও ‘দ্য আর্চিস’ সিনেমার স্ক্রিনিংয়ে গোটা বচ্চন পরিবারকে একসঙ্গে দেখা যায়। কিন্তু জল্পনা কিছুতেই থামছে না। অনন্ত-রাধিকার বিয়ের পরের অনুষ্ঠানেও অমিতাভ বচ্চনকে দেখা যায় শ্বেতাকন্যা নভ্যার সঙ্গে, আবার ঐশ্বর্য আরাধ্যাকে নিয়েই গিয়েছিলেন।

[আরও পড়ুন: যৌন ভিডিও থেকে নগ্ন ফটোশুট, আম্বানিদের লাস্যময়ী অতিথি কিম কার্দাশিয়ানের কীর্তি জানেন?]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ