Advertisement
Advertisement
Abhishek Bachchan

বড় দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিষেক বচ্চন!

ঠিক কী ঘটেছে?

Abhishek Bachchan Narrowly Escapes Ceiling Mishap At Housefull 5 Trailer Launch

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:May 27, 2025 4:40 pm
  • Updated:May 27, 2025 5:03 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হাউসফুল ৫’ সিনেমার ট্রেলার লঞ্চে গিয়ে বড় দুর্ঘটনার সম্মুখীন অভিষেক বচ্চন! অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন অভিনেতা। ঠিক কী ঘটেছে? ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদের একাংশ। যার জেরে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু প্রত্যুৎপন্নমতিত্বে এযাত্রায় রক্ষা পেয়ে যান জুনিয়র বচ্চন। তৎক্ষণাৎ সেখান থেকে সরে যান। শুধু তাই নয়, পাশে দাঁড়িয়ে থাকা টিমের সকল সদস্যদেরও তড়িঘড়ি সেখান থেকে সরে যেতে বলেন। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই আপাতত নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল।

Advertisement

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, অভিষেককে ঘিরে রয়েছেন টিমের সদস্যরা। ভেঙে পড়া ছাদের অংশের দেখিয়ে তিনি সকলের সঙ্গে কথা বলছেন। যদিও অভিষেক বচ্চনের সতর্কবাণীতে কারও আঘাত লাগেনি। অভিনেতা নিজেও সুস্থ রয়েছেন। সাংবাদিকদেরও সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করেন অভিষেক। তবে এতবড় একটা অনুষ্ঠানে কীভাবে ছাদের অংশ ভেঙে পড়ল? সেই প্রশ্ন উঠছে। এক্ষেত্রে কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগও উঠে আসছে। তবে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে দুর্ঘটনা ঘটলেও সকলে কিন্তু ‘হাউসফুল ৫’ সিনেমার মজাদার ঝলকে মজে।

মঙ্গলবার প্রকাশ্যে এসেছে বহু প্রতীক্ষিত ‘হাউসফুল ৫’ ছবির ট্রেলার। ঝলকের শুরু হল নানা পাটেকরের কণ্ঠ দিয়ে। রঞ্জিত ডোবরিয়াল নামে এক বিলিয়নিয়ার তাঁর একশোতম জন্মদিনে সকলকে এক প্রোমোদতরীতে আমন্ত্রণ জানান ‘উইল’ পড়ে শোনানোর জন্য। যোগ্য উত্তরাধিকারের হাতে তুলে দেবেন তাঁর এই বিপুল সম্পত্তি। কিন্তু গোল বাঁধে ছেলের নাম ‘জলি’ নিয়ে। কারণ সেই পার্টিতে আরও দুজনের নাম জলি। রঞ্জিত ডোবরিয়ালের আসল উত্তরাধিকার কে? সম্পত্তি পাওয়ার জন্য এবার শুরু হয় নানা ফন্দি-ফিকির! রোমান্স, কমেডিতে ভরপুর ‘হাউসফুল ৫’ ছবির ট্রেলার ইতিমধ্যেই বেশ প্রশংসিত হয়েছে। আগামী ৬ জুন মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ অভিনীত বহু প্রতীক্ষিত বিগ বাজেট এই সিনেমা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ