Advertisement
Advertisement
Abhishek Bachchan

সংসার হাতে রাখতে জয়া বচ্চন মেনে চলেন বিশেষ নিয়ম! গোপন তথ্য ফাঁস অভিষেকের

জয়া বচ্চনের জন্যই নাকি ঐশ্বর্য ও অভিষেকের মধ্য়ে অশান্তি!

Abhishek Bachchan revealed that jaya bachchan has made rule for all
Published by: Akash Misra
  • Posted:October 31, 2024 11:04 am
  • Updated:October 31, 2024 11:04 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিন্দুকরা বলেন, জয়া বচ্চনের জন্যই নাকি ঐশ্বর্য ও অভিষেকের মধ্য়ে অশান্তি। এমনকী,রটেছে ঐশ্বর্যর সঙ্গে নাকি একেবারেই বনিবনা নেই জয়া বচ্চনের। কিন্তু এই নিয়ে অনেক কিছু রটলেও, জয়া বা ঐশ্বর্যর মুখে কুলুপ। তবে এবার বচ্চন পরিবারের নিয়ম নিয়ে মুখ খুললেন অভিষেক। তাঁর কথায়, বচ্চন পরিবারে একটা নিয়ম রয়েছে, যা তৈরি করা জয়া বচ্চনের! কী সেই নিয়ম?

Advertisement

সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিষেকের একটা পুরনো সাক্ষাৎকার। যেখানে অভিষেক জানিয়েছিলেন, বচ্চন ফ্যামিলিতে মায়ের ঠিক করা নিয়ম প্রায় সবাইকেই মেনে চলতে হয়। বিশেষ করে একটা নিয়ম। অভিষেক জানান, ”মা চান, সবাই যদি একইদিন, একইসময় শহরে থাকে, তাহলে অন্তত, দুপুর বা রাতে খাবার একসঙ্গে খাওয়ার চেষ্টা করতে হবে। এতে পরিবারের মধ্যে বাঁধন শক্ত হয়।”

প্রসঙ্গত, ঐশ্বর্য-অভিষেককে নিয়ে বচ্চন পরিবারে অশান্তি তুঙ্গে। প্রকাশ্যে এসব নিয়ে কিছু না বললেও, তাঁদের দাম্পত্য যে আর সুখের নয়, তা স্পষ্ট তাঁদের নানা আচরণেই। এই যেমন, কয়েকদিন আগে খবরে এসেছিল অভিষেক তাঁর বিয়ের আংটি খুলে ফেলেছেন। অন্যদিকে, এবার দেখা গেল শুধু অভিষেক নয়, ঐশ্বর্যর হাত থেকেও গায়েব বিয়ের আংটি। যে আংটিকে আগলে রাখতেন জুনিয়ার বচ্চন ঘরনি। সেই আংটিকেই ছুঁড়ে ফেলেছেন!

১৬ বছরের বিবাহিত সম্পর্কে ভাঙন নিয়ে কম জলঘোলা হচ্ছে না। সর্বত্র কান পাতলেই শোনা যাচ্ছে, ঐশ্বর্যর সঙ্গে তাঁর শাশুড়ি ও ননদের সম্পর্ক প্রায় তলানিতে ঠেকে। তার জেরেই দাম্পত্য সম্পর্ক উষ্ণতা হারিয়েছে। শোনা যায়, শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে গিয়ে উঠেছিলেন ঐশ্বর্য।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ