Advertisement
Advertisement
Abhishek Bachchan

বিচ্ছেদ-পরকীয়ার জল্পনার মাঝেই বিমানবন্দরে অভিষেক, পাপারাজ্জি দেখেই কী বললেন?

প্রো কবাডি লিগে নিজের দল ‘জয়পুর পিঙ্ক প্যান্থার্স’কে উৎসাহ দিতে যাচ্ছিলেন অভিনেতা। সেই সময়ই পাপারাজ্জির সামনে পড়ে যান।

Abhishek Bachchan tells paparazzi to stop filming him, see video
Published by: Suparna Majumder
  • Posted:October 22, 2024 1:48 pm
  • Updated:October 22, 2024 5:31 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে বিচ্ছেদের জল্পনা। অন্যদিকে নায়িকা নিমরত কৌরের সঙ্গে পরকীয়ার রটনা। এই দুই জোড়া ফলায় বিদ্ধ অভিষেক বচ্চন(Abhishek Bachchan)। সম্প্রতি বিমানবন্দরে দেখা গেল তাঁকে। একটু যেন তিক্ত মেজাজেই ছিলেন বচ্চনপুত্র। পাপারাজ্জি দেখেই হাতজোড় করে ছবি তুলতে বারণ করেন তিনি।

Advertisement

Abhishek-1

সদ্য প্রো কবাডি লিগ শুরু হয়েছে। তাতে রয়েছে অভিষেকের দল ‘জয়পুর পিঙ্ক প্যান্থার্স’। নিজের দলকে উৎসাহ দিতে প্রায় সময়ই গ্যালারিতে থাকেন জুনিয়র বচ্চন। গত মরশুমে তাঁর পাশে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যাকে। কিন্তু এবারে অভিষেকের সঙ্গী বিজনেস পার্টনার বান্টি ওয়ালিয়া। এমনিতে মিডিয়া ফ্রেন্ডলি অভিষেক। কিন্তু এবার হাতজোড় করে তিনি বললেন, “ব্যস দাদা হয়ে গেয়েছে। ধন্যবাদ।” কেন এত বিরক্ত তারকা? প্রশ্ন নেটদুনিয়ায়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

প্রসঙ্গত, বচ্চন পরিবারের অশান্তির পাশাপাশি অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্ক নিয়েও নানা জল্পনা শোনা যায়। একসময় সলমন খানের সঙ্গে সম্পর্কে ছিলেন ঐশ্বর্য। তা ভাঙার পরই নাকি বিবেক ওবেরয়ের প্রেমে পড়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। ২০০৭ সালে অভিষেক ও ঐশ্বর্যর বিয়ে হয়। বচ্চন পরিবারের বধূ হন অভিনেত্রী। ২০১১ সালের ১৬ নভেম্বর অভিষেক-ঐশ্বর্যর একমাত্র মেয়ে আরাধ্যার জন্ম হয়।

গত এপ্রিল মাসে স্বামী ও মেয়ের সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন ঐশ্বর্য। এর পর আর দুজনের কোনও ছবি অভিনেত্রীর ভেরিফায়েড প্রোফাইলে নেই। এর আগে শোনা গিয়েছিল, শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতার সঙ্গে নাকি ঐশ্বর্যর একেবারেই বনিবনা নেই। মেয়েকে নিয়ে নাকি মা বৃন্দা রাইয়ের সঙ্গে থাকছেন অভিনেত্রী। বার রটনা, নিজের ‘দশভি’ সিনেমার নায়িকা নিমরত কৌরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিষেক। আর তার জেরেই ঐশ্বর্যর সঙ্গে অশান্তি চরমে। সেই কারণেই নাকি মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যান প্রাক্তন নায়িকা। যদিও রটনা, পরে নিজের ভুল বুঝতে পেরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন অভিষেক। কিন্তু তাতে ঐশ্বর্যর সঙ্গে অমিতাভপুত্রর দূরত্ব কমেনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ