বিশেষ সংবাদদাতা: বিগত দু বছর ধরে উইন্ডোজ প্রযোজনা সংস্থার সঙ্গে জুটি বেঁধে ‘পুজো ব্লকবাস্টার’ উপহার দিয়ে এসেছেন আবির চট্টোপাধ্যায়। চলতি বছর আবার উৎসবের মরশুমে অভিনেতার জোড়া রিলিজ। আবির অভিনীত দুটি সিনেমা একসঙ্গে মুক্তি পাওয়ার কথা। প্রথমটি, নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত ‘রক্তবীজ ২’। অন্যদিকে অনীক দত্ত পরিচালিত তথা ফিরদৌসুল হাসান প্রযোজিত ‘যত কাণ্ড কলকাতাতেই’। কোন সিনেমার প্রচার করবেন অভিনেতা? এমন কৌতূহল অস্বাভাবিক নয়। কানাঘুষো, সেই বিষয়টি নিয়ে নাকি পরিচালক অনীক এবং ফিরদৌসুলের সঙ্গে মন কষাকষি অভিনেতার! সোমবার সংশ্লিষ্ট বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করে রীতিমতো ক্ষোভ উগড়ে দেন ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমার পরিচালক এবং প্রযোজক।
খবর, উইন্ডোজ প্রযোজনা সংস্থার শর্ত অনুযায়ী, তাঁদের পুজো রিলিজের ‘মুখ’ আবির চট্টোপাধ্যায় হলে, অভিনেতার অন্য কোনও সিনেমা ওই একই সময়ে মুক্তি পাবে না। কিংবা রিলিজ করলেও আবির সেই ছবির প্রচারে অংশ নিতে পারবেন না। চুক্তিমাফিক বছর দুয়েক ধরেই নন্দিতা-শিবপ্রসাদের পুজো রিলিজের ‘চমক’ আবির চট্টোপাধ্যায়। সে তেইশের ‘রক্তবীজ’ হোক কিংবা চব্বিশের ‘বহুরূপী’, বক্স অফিস মার্কশিট দুক্ষেত্রেই ঝকঝকে। এবার পঁচিশের পুজো রিলিজ ‘রক্তবীজ ২’তেও মারকাটারি অ্যাকশন দেখাবেন পঙ্কজ সিংহ ওরফে আবির। যে ছবির জন্য ইতিমধ্যেই দিন গোনা শুরু করেছেন সিনেঅনুরাগীরা। এবার তার মাঝেই শোনা যায়, ২০২৫ সালের পুজোতে মুক্তি পাবে আবির চট্টোপাধ্যায়ের গোয়েন্দা ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’। আর সেই বিষয়টিকে ঘিরেই দ্বন্দ্ব।
সোমবার সাংবাদিক বৈঠকে হতাশার সুর প্রযোজক ফিরদৌসুল হাসানের কণ্ঠে। তাঁর মন্তব্য, “অভিনেতা বড় না ছবি! প্রচারের জন্য কি তবে আবিরের কাছে ভিক্ষে চাইব?” অনীক দত্তর কথায়, “শিবু, আবির দুজনকেই স্নেহ করি। ‘রক্তবীজ২’-এর গান, ট্রেলার দেখেছি। আমাদের ছবি আর শিবুদের ছবি সম্পূর্ণ আলাদা। তাহলে কেন নিরাপত্তাহীনতায় ভুগছে?” প্রযোজকের আক্ষেপ, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সিনেমার জন্য এতকিছু করছেন যাতে প্রতিটা সিনেমা প্রাইম টাইমে স্লট পায়, সেখানে আবির নিজের সিনেমার প্রচার, প্রদর্শনে থাকবেন না! আবিরকে যথেষ্ট ভালোবাসি, তারপরও কেন অসহযোগিতা?” আবার অনীকের মতে, “একজন প্রযোজকের কাছে দু বছর রিলিজের জন্য অপেক্ষা করা ভীষণই সমস্যার।” প্রযোজক-পরিচালক ক্ষোভ উগড়ে দেওয়ার পর নিজস্ব মতামত ব্যক্ত করেছেন আবির চট্টোপাধ্যায়ও।
বিগত দেড় দশকে টলিপাড়ার অন্যতম ভার্সেটাইল অভিনেতা নিজস্ব দক্ষতার স্বাক্ষর রেখেছেন আবির। গত কয়েক বছরে তাঁর কেরিয়ার গ্রাফে চোখ রাখলেই দেখা যাবে আবির চট্টোপাধ্যায় মানেই কিন্তু পুজো রিলিজ হিট। ‘সোনাদা’ হিসেবে রেকর্ড গড়ার পর, পরপর দু’বছর উইন্ডোজ প্রযোজনা সংস্থার হাত ধরে পুজোর বক্স অফিসে বাজিমাত করেছেন অভিনেতা। তবে আবির ব্যবসার অঙ্ক কিংবা হিসেব-নিকেশে মাথা না ঘামালেও নন্দিতা-শিবুর উইন্ডোজ এবং ফিরদৌসুল হাসানের ফ্রেন্ডস কমিউনিকেশন কিন্তু চলতি বছরের পুজোতেও আবির চট্টোপাধ্যায়কেই বাজি ধরেছেন। আর দুই প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ থাকাতেই পুজোর মরশুমে প্রচারপর্বের জন্য অভিনেতাকে নিয়ে দড়ি টানাটানি!
এপ্রসঙ্গে আবির চট্টোপাধ্যায়ের বক্তব্য, “‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমাটি নিজের মতো করেই সফল হওয়ার। আলাদা করে পুজোয় রিলিজ না করলেও হত। এই বছর পুজোয় রক্তবীজ ২ মুক্তি পাচ্ছে, সেটা তো সকলের জানা। তাই ওই সময়টিকেই ‘যত কাণ্ড কলকাতাতেই’ রিলিজের জন্য বেছে নেওয়ার কথা কীভাবে ভাবলেন প্রযোজকেরা, সেটা জানা নেই। চলতি বছর জুন মাসে ডাবিংয়ের সময়ও প্রযোজককে জানিয়েছিলাম, পুজোয় রক্তবীজ ২ মুক্তি পাচ্ছে। প্রচারে থাকতে পারব না। উনি বলেছিলেন- দেখছি।” অভিনেতার সংযোজন, “একজন অভিনেতা হিসেবে প্রযোজকের সিদ্ধান্ত নিয়ে আমার কিছু বলার থাকতে পারে না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.