Advertisement
Advertisement
Celebrity Der Durga Puja

ধুনুচি নাচ থেকে রাতভর আড্ডা! বরুণ-শ্রদ্ধা-উরফিদের সঙ্গে পুজোয় মাতবেন আবির চট্টোপাধ্যায়

দেবীপক্ষের আগে বড় চমক অভিনেতার!

Abir Chatterjee's Puja celebration with Varun Dhawan Shraddha kapoor, Jeenat-Urfi

ছবি- ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:September 13, 2025 9:50 am
  • Updated:September 13, 2025 11:31 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবির চট্টোপাধ্যায় মানেই পুজোর বক্স অফিসে ঝড়। চলতিবছর পুজোর মরশুমে জোড়া রিলিজের পাশাপাশি অভিনেতার শারদসম্ভারের রয়েছে বড়সড় চমক! বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর, জিনাত আমনদের মতো হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তাবড় তারকাদের সঙ্গে পুজোয় মাতবেন আবির।

Advertisement

বিগত দেড় দশকে টলিপাড়ার অন্যতম ভার্সেটাইল অভিনেতা হিসেবে নিজস্ব দক্ষতার স্বাক্ষর রেখেছেন। গত কয়েক বছরে তাঁর কেরিয়ার গ্রাফে চোখ রাখলেই দেখা যাবে, আবির চট্টোপাধ্যায় মানেই কিন্তু পুজো রিলিজ হিট। ‘সোনাদা’ হিসেবে রেকর্ড গড়ার পর, পরপর দু’ বছর উইন্ডোজ প্রযোজনা সংস্থার হাত ধরে পুজোর বক্স অফিসে বাজিমাত করেছেন অভিনেতা। তবে ব্যবসার অঙ্ক কিংবা হিসেব-নিকেশে অতটা মাথা না ঘামালেও চলতি বছর কিন্তু দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েকে টেক্কা দিয়ে জোড়া পুজো রিলিজ উপহার দিতে চলেছেন আবির চট্টোপাধ্যায়। তবে টলিউড অভিনেতার শারদ-উপহারের চমক কিন্তু এখানেই শেষ নয়! বলিউডের তাবড় তারকাদের সঙ্গে জুটি বেঁধে পুজোর বিজ্ঞাপনে ‘লিডিং ম্যান’ হিসেবে ধরা দিলেন আবির চট্টোপাধ্যায়।

ছবি- ইনস্টাগ্রাম

দেশের জনপ্রিয় পোশাক বিপণন সংস্থার মুখ হিসেবে পুজোর বিজ্ঞাপনে বাঙালিবাবু অবতারে ধরা দিলেন আবির চট্টোপাধ্যায়। ঢাকের তালে ধুনুচি নাচ থেকে ষষ্ঠী টু দশমী, কে কেমন পোশাকে সাজবেন? সেই ফিরিস্তিও দিতে দেখা গেল অভিনেতাকে। কখনও জিনাত আমন, কখনও মালবিকা মোহন, কখনও উরফি জাভেদের সঙ্গে ধরা দিলেন একফ্রেমে। অনুরাগীরাও তারকাদের এই জমজমাট উৎসব উদযাপনের আমেজে গা ভাসানোর সুযোগ পাবেন, কীভাবে? উৎসবের লুকের সঙ্গে বিজ্ঞাপনের মিউজিক জুড়ে দিলেই হল, সংশ্লিষ্ট সংস্থা বেছে নেবেন নতুন বিজ্ঞাপনী মুখ। অতঃপর কলকাতা ছাড়িয়ে আবির চট্টোপাধ্যায়ের পুজো সেলিব্রেশন এবার আরবতীরের মায়াগরীতেও জমে উঠবে! এই পুজোয় শুধু বড়পর্দায় নয়, টিভি-মোবাইলের পর্দাতেও ঝড় তুলবেন অভিনেতা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ