ছবি: ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দি ছবির পর এবার বাংলা অ্যাকশন ড্রামায় ধরা দিতে চলেছেন অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে, দেবালয় ভট্টাচার্যের আগামী অ্যাকশন ড্রামায় দেখা যাবে অভিনেতাকে। ২০০৬ সালে ‘রং দে বাসন্তী’ ছবির হাত হরে বলিউডে অভিষেক ঘটে বাংলার ছেলে অভিষেকের। এর পর ‘স্ত্রী’, ‘ড্রিমগার্ল’, ‘বালা’ ছবির দৌলতে অভিষেকের অভিনয়ে মুগ্ধ আপামর সিনেপ্রেমী। কোনও বাংলা ছবির গল্প পছন্দ হলে অবশ্যই যে কাজ করবেন তিনি তা নিশ্চিত করেছিলেন আগেই। তাহলে কি এবার দেবালয়ের ছবির গল্পই মনে ধরল অভিনেতার? তাঁর উত্তর অবশ্য সময় বলবে।
অন্যদিকে নতুন ছবি নিয়ে ফিরতে চলেছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। এখনও পর্যন্ত তাঁর শেষ ছবি ‘বাদামি হায়নার কবলে’। এবার নাকি এক্কেবারে অ্যাকশন ড্রামাতেই মনোনিবেশ করেছেন তিনি। জল্পনা তাঁর এই ছবির হাত ধরেই হিন্দি ছবির পর এবার বাংলা ছবিতে পা রাখতে চলেছেন অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেবালয়ের নতুন এই অ্যাকশন ড্রামায় নাকি ফুটে উঠবে চরমতম নৃশংসতা। অনেকেই নাকি সাম্প্রতিককালের ‘অ্যানিম্যাল’ ছবির সঙ্গেও তুলনা টানছেন।
টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এই ছবির শুটিং শুরু হবে আগামী জুলাই মাস থেকে। পুরো ছবিরই শুটিং হবে কলকাতায়। মুখ্য চরিত্রে থাকবেন অভিষেক। সঙ্গে থাকবেন টলিউডের আরও বাঘা অভিনেতারা। এই ছবির খবর ছড়িয়ে পড়েছে নাকি সুদূর মুম্বইতেও। এই ছবির গল্প শুনে নাকি প্রশংসা করেছে বলিউড। শোনা যাচ্ছে এই ছবি মুক্তি পাবে জাতীয় স্তরেও। আর সেজন্যই নাকি দেবালয়ের পরিচালনায় অভিষেকের এই ছবি বাংলা ছাড়াও আরও চারটি ভাষায় ডাব করা হবে বলে শোনা যাচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.