সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোঁপায় জড়ানো জুঁই ফুল। হাতব্যাগের অন্দরও জুঁইয়ের সুগন্ধে সুরভিত। আর এমন সাজে অস্ট্রেলিয়ার বিমানবন্দরে পা রাখতেই বিপাকে ভারতীয় অভিনেত্রী। তিনি দক্ষিণী সুন্দরী নব্যা নাইয়া। মোলবোর্নে আয়োজিত এক ‘ওনামে’র অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েই সেদেশে পাড়ি দিয়েছিলেন। কিন্তু প্রাদেশিক সাজপোশাকের জন্য যে তাঁকে লক্ষাধিক টাকা জরিমানা গুনতে হবে, সেকথা মাথাতেও আসেনি তাঁর!
ঠিক কী ঘটেছে? অস্ট্রেলিয়ায় বসবাসকারী মালয়ালি সম্প্রদায়ের তরফে সম্প্র্তি এক ওনম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই প্রেক্ষিতেই আনুষ্ঠানিক জলসায় ‘দেশি’ ছোঁয়া পেতে ডাক পড়েছিল নব্যা নাইয়ার। সেই আমন্ত্রণে সাড়া দিয়েই শামিল হতে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী। যাওয়ার সময়ে, নব্যার বাবা তাঁকে ১৫ সেন্টিমিটার লম্বা একটি জুইঁয়ের মালা উপহার দিয়ে বলেন- সেখান থেকে অর্ধেকটা খোঁপায় সাজিয়ে বাকিটা হাতব্যাগে রাখতে। নব্যা করেনও তাই। কিন্তু ফুলের প্রতি এহেন ভালোবাসাই যে বিদেশের মাটিতে তাঁকে বিপাকে ফেলবে, সেটা জানতেন না দক্ষিণী অভিনেত্রী। মেলবোর্ন বিমানবন্দরে পা রাখতেই সেদেশের ‘বায়ো সিকিওরিটি ল’ ভঙ্গের অভিযোগে আটক করা হয় তাঁকে। তার পর?
নব্য অবশ্য জানিয়েছেন, “অজান্তে আইন বিরুদ্ধ কাজ করেছি। তাই কোনও অজুহাত দেব না। পুলিশ যা জরিমানা চেয়েছে, তা দিয়েছি। কথা বাড়াইনি। তকারণ ভুলটা আমার।” ১.১৪ লক্ষ টাকা জরিমানা দিয়ে তার পর বিষয়টি মেটানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। এবার প্রশ্ন অস্ট্রেলিয়ার এই ‘বায়ো সিকিওরিটি ল’ আদতে কী? আসলে সেদেশের বাইরে থেকে এমন কোনও জিনিসের প্রবেশ নিষিদ্ধ, যা কোনও কীটপতঙ্গ এবং রোগ বয়ে আনতে পারে কিংবা যার ফলে বাস্তুতন্ত্রে কোনও প্রভাব পড়তে পারে। এর অন্যথা হলে সেই দেশের মানুষ, প্রাণী, উদ্ভিদ এবং পরিবেশের স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হতে পারে। আর ভারত থেকে জুঁইফুল বয়ে নিয়ে যাওয়ায় নব্যা নাইয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার আইনভঙ্গের অভিযোগ উঠেছে। যার ফলে আইনি বিপাকে পড়তে হয় তাঁকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.