Advertisement
Advertisement
Alia Bhatt

মাঝরাতেই আলিয়াকে নিয়ে পাঁচতারা হোটেলে রণবীর, বার্থডে ডিনারে কে কে এলেন?

শুক্রবার ৩১ এ পা দিলেন আলিয়া ভাট।

Ranbir Kapoor celebrates Alia Bhatt's birthday
Published by: Akash Misra
  • Posted:March 15, 2024 11:18 am
  • Updated:March 15, 2024 1:42 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার ৩১-এ পা দিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। আর এই বিশেষ দিনে স্বামী অভিনেতা রণবীর কাপুর, স্ত্রীয়ের জন্য করলেন এক বিশেষ ডিনারের ব্যবস্থা। মুম্বইয়ের ‘দ্য তাজ মহল প্যালেস’ হোটেলে ঘনিষ্ঠদের নিয়ে বার্থডে ডিনারে মাতলেন আলিয়া।

Advertisement

[আরও পড়ুন: প্রাক্তন কিরণকে পাশে নিয়েই জন্মদিন পালন আমির খানের, খাওয়ালেন কেকও, দেখুন ভিডিও]

সূত্রের খবর অনুযায়ী, কাপুর ও ভাট পরিবারের লোকজন ছাড়াও, আলিয়ার বার্থডে ডিনারে হাজির ছিলেন অনন্ত আম্বানি ও তাঁর স্ত্রী শ্লোকা। জানা গিয়েছে, আলিয়ার পছন্দের বিশেষ ইটালিয়ান খাবারেই সেজে উঠেছিল ডিনারের প্লেট। কালো লেদার জ্যাকেটে দেখা গেল রণবীরকে। অন্যদিকে, আলিয়ার পরনে ছিল সোনালি রঙের ওফ শোল্ডার টপ। তবে দেখা মেলেনি রণবীরকন্যা রাহার।

২০২২ সালের এপ্রিল মাসে বিয়ে করেন রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট। তার আড়াই মাস পরই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান। ২০২২ সালের ৬ নভেম্বর মেয়ের জন্মের খবর জানান রণলিয়া। এই মুহূর্তে আলিয়া ব্যস্ত রয়েছেন করণ জোহরের প্রোডাকশনে তৈরি ছবির শুটিংয়ে। অন্যদিকে, রণবীর ব্যস্ত রয়েছে পরিচালক নীতিশ তিওয়ারির রামায়ণ ছবির প্রস্তুতিতে।

[আরও পড়ুন: ‘৪৫ মাস পার, মোদিজি এবার CBI-কে বলুন…’, লোকসভার আগে সুশান্ত ইস্যু তুললেন দিদি]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ