সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চট করে যে সলমন খানের মাথা গরম হয়ে যায়, তা অনেকেই জানে। তাই যাঁরা ভাইজানের সঙ্গে কাজ করেন, তাঁরা তাঁকে সমঝে চলেন। অনুরাগীদের কাছেও সলমনের মেজাজ হারানোর কথা খুব একটা অপরিচিত নয়। মাঝে মধ্যেই মেজাজ হারিয়ে তিনি এমন সব কাণ্ড ঘটিয়ে বসেন যা রীতিমতো খবর হয়ে যায়। কিছুদিন আগে নিরাপত্তারক্ষীকে চড় মেরেছিলেন তিনি। এবারও তেমনই একটি কাণ্ড ঘটালেন অভিনেতা। এক অনুরাগীর থেকে ছিনিয়ে নিলেন মোবাইল। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবির শুটিং করতে গোয়া গিয়েছিলেন সলমন খান। গোয়া বিমানবন্দরেই ঘটনাটি ঘটে। ভাইজানকে চোখের সামনে দেখে সেলফি তুলে যান এক অনুরাগী। সলমন তৎক্ষণাৎ তাঁর মোবাইল ছিনিয়ে নেন। তারপর সেটি সঙ্গে নিয়েই রওনা দেন। বিমানবন্দর সূত্রে খবর, ওই ব্যক্তি ওখানেই কাজ করেন। বিমানবন্দরের গ্রাউন্ড স্টাফ তিনি। যদিও ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশের এক পদস্থ কর্তা জানিয়েছেন, ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি। তবু ঘটনাটি ঠিক কী ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিমানবন্দরের পুলিশ ইন্সপেক্টর সাগর একোসকারও একই কথা জানিয়েছেন।
Behavior after consecutive losses 👴
— SAV (@SAV_1i)
এবছর ইদে মুক্তি পাবে সলমন খানের নতুন ছবি ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’। ইদের সঙ্গে অবশ্য ভাইজানের সিনেমার একটা সূত্র রয়েছে। কারণ, প্রতি বছর ইদে সলমন তাঁর অনুরাগীদের ‘ইদি’ হিসেবে উপহার দেন বাণিজ্যিক মশলাযুক্ত মুচমুচে ছবি। আর ভাইজানের ছবি মানেই বক্স অফিসে তুফানি। তাই এ বছরও তার অন্যথা হবে না। মুক্তি পাবে ‘রাধে’। এই ছবিতেও পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। এই ভূমিকায় অবশ্য এমনিতেই ভাইজান দর্শকের ফেভারিট। শুধু কি ‘দাবাং’? ‘ওয়ান্টেড’ বা ‘গর্ব’-এর মতো অনেক ছবিতেই দুঁদে পুলিশকর্তার ভূমিকায় পর্দা কাঁপিয়েছেন ভাইজান। ‘রাধে’ সেই তালিকাতেই নাম লেখাতে চলেছে বলে মনে হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.