Advertisement
Advertisement
Suniel Shetty

মহিলাদের কাছে ক্ষমাপ্রার্থী, আচমকা কেন একথা বললেন সুনীল শেট্টি?

আপাতত নাতনিকে নিয়ে ব্যস্ত দাদু সুনীল শেট্টি।

Actor Suniel Shetty apologises for normal delivery remark
Published by: Sayani Sen
  • Posted:May 22, 2025 7:12 pm
  • Updated:May 22, 2025 7:12 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কের মুখে নতিস্বীকার। স্বাভাবিক প্রজনন নিয়ে মন্তব্যে অবশেষে পিছু হটলেন অভিনেতা সুনীল শেট্টি। পৃথিবীর প্রত্যেক মহিলার কাছে ক্ষমা চাইলেন তিনি।

Advertisement

চলতি বছরের মার্চে সন্তানের জন্ম দেন আথিয়া শেট্টি। সি সেকশন হয়নি তাঁর। স্বাভাবিক প্রজনন পদ্ধতিতে মা হন রাহুল ঘরনি। তাতে উচ্ছ্বসিত বাবা সুনীল শেট্টি। মেয়ের সাহসিকতার ঢালাও প্রশংসা করেন। বলেন, “বর্তমান বিশ্বে প্রায় প্রত্যেকে কিছুটা আরামের জন্য সিজারিয়ান প্রসব চান। আথিয়া তা চায়নি। স্বাভাবিক প্রজনন পদ্ধতিকে বেছে নেন। হাসপাতালের নার্স, শিশু বিশেষজ্ঞরা গোটা পদ্ধতি সম্পর্কে আমাকে জানিয়েছেন। একজন বাবা হিসাবে যা আমাকে যন্ত্রণা দিয়েছে। তবে এটা ভেবে খুশি যে ও প্রস্তুত। আথিয়া খুবই শক্তিশালী। একবারের জন্য তাকে ভেঙে পড়তে কিংবা ক্লান্ত, বিধ্বস্ত হতেও দেখিনি।”

আরামের জন্য অনেকে সিজারিয়ান পদ্ধতি বেছে নেন – সুনীল শেট্টির এই মন্তব্য নিয়ে বিতর্কের সূত্রপাত। সোশাল মিডিয়ায় ধেয়ে আসে কটাক্ষের ঝড়। তবে বিতর্কের মাঝে অবশেষে নতিস্বীকার করলেন অভিনেতা। বলেন, “আমি যে বক্তব্য রেখেছি তা ২০০ শব্দের বা তারও বেশি। অথচ আমার বক্তব্যের একাংশ নিয়ে বিতর্ক হচ্ছে। কেউ কেউ আমার বক্তব্যের দু’লাইন শুনে ভুল ব্যাখ্যা করছেন। কারও সি সেকশন যখন হয়, তখন তিনি জানেন না কী হতে চলেছে। শুধু ভালোবাসা নয়, আজীবন স্ত্রীকে সম্মান করুন। আর সে কারণে বোধহয় মহিলাদের দেবীর স্থান দেওয়া হয়। তবু যাঁরা দুঃখ পেয়েছেন, তাঁদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। কারণ, যেকোনও পদ্ধতিতেই সন্তানের জন্ম দেওয়া সাহসিকতার কাজ।” বিতর্কের মুখে ক্ষমা চেয়ে সুনীল শেট্টির এই মন্তব্যের প্রশংসা করেছেন বেশিরভাগ নেটিজেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ