সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনাই সত্যি হল। থাপ্পড় কাণ্ডের জেরে অ্যাকাডেমির বড়সড় শাস্তির মুখে পড়লেন উইল স্মিথ। হলিউড অভিনেতাকে অস্কারের মঞ্চ থেকে ১০ বছরের জন্য নির্বাসিত করা হল। তবে আর কোনও বিতর্কে না গিয়ে এই সিদ্ধান্ত মাথা পেতে মেনে নিয়েছেন স্মিথ।
স্ত্রীর সম্মান রক্ষার্থে ৯৪ তম অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রকের গালে সপাটে চড় মেরেছিলেন উইল স্মিথ (Will Smith)। স্মিথের সেই চড় নিয়ে মুহূর্তে শুরু হয়ে যায় বিতর্ক। অস্কার পুরস্কারের চর্চাকে পিছনে ফেলে গোটা বিশ্ব রাতারাতি দ্বিধাবিভক্ত হয়েছিল স্মিথের আচরণে। কেউ ছিলেন স্মিথের দলে, তো কেউ তাঁর বিরোধিতায় সরব হন। এই ঘটনায় পরবর্তীতে ক্রিস রক ও অ্যাকাডেমির কাছে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন স্মিথ। এমনকী অ্যাকাডেমির সদস্যপদও ছাড়ার কথা জানিয়ে দেন তিনি। তবে এতেও যে চিঁড়ে ভেজেনি, তা স্পষ্ট হয়ে গেল শুক্রবার রাতে। অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স আর্ট অ্যান্ড সায়েন্সেসের তরফে বলে দেওয়া হয়, আগামী ১০ বছর অস্কারের মঞ্চে নিষিদ্ধ স্মিথ।
Will Smith just punched Chris Rock and told him “keep my wife’s name out of your f***ing mouth”
— CJ Fogler (@cjzer0)
অস্কারের মঞ্চে (Academy Awards) সঞ্চালককে থাপ্পড় মারার জন্য স্মিথের বিরুদ্ধে কী পদক্ষেপ করা উচিত, তা ঠিক করতে শুক্রবার বৈঠকে বসেছিল অ্যাকাডেমির গভর্নরদের বোর্ড। শোনা যাচ্ছিল, এই কাণ্ডের জেরে নিজের অস্কারটি খোয়াতে পারেন স্মিথ। কিন্তু অবশেষে দেখা গেল, অস্কার তাঁর থেকে ছিনিয়ে না নেওয়া হলেও অভিনেতার বিরুদ্ধে অত্যন্ত কড়া মনোভাবই দেখাল অ্যাকাডেমি। ১০ বছরের জন্য নির্বাসিত হওয়ার অর্থ অ্যাকাডেমির কোনওরকম অনুষ্ঠানে সশরীরে অথবা ভারচুয়ালি উপস্থিত থাকতে পারবেন না।
একটি বিজ্ঞপ্তি দিয়ে অ্যাকাডেমির তরফে জানানো হয়, অস্কার একটি অত্যন্ত সম্মানজনক মঞ্চ। যার জন্য গোটা বিশ্ব অপেক্ষা করে থাকে। কিন্তু উইল স্মিথের আচরণে পুরো অনুষ্ঠানটির ফোকাস অন্য দিকে ঘুরে গিয়েছিল। তৎক্ষণাৎ আমরা কোনও পদক্ষেপ না করার জন্য দুঃখিত। তবে স্মিথকে কী শাস্তি দেওয়া যায়, তা নিয়ে আমরা আলোচনা করি। ঠিক হয়েছে, আগামী ১০ বছর তিনি অ্যাকাডেমির কোনও অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। তবে অ্যাকাডেমি পুরস্কার থেকে তাঁকে বঞ্চিত করা হবে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.