Advertisement
Advertisement
Ahona Dutta

‘আমার মেয়ে, আমি বুঝব’, সন্তানকে আদর নিয়ে নেটিজেনদের মন্তব্যে কড়া জবাব অহনার

রীতিমতো মেজাজ হারালেন অহনা।

actress Ahona Dutta shared a video about her motherhood for netizens trolling
Published by: Arani Bhattacharya
  • Posted:September 6, 2025 8:58 pm
  • Updated:September 6, 2025 9:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য মা হয়েছেন অভিনেত্রী অহনা দত্ত। মেয়েকে নিয়েই এখন দিনের সিংহভাগ সময়টা কাটে। মেয়ের কিসে ভালো হবে কী করলে খারাপ সেইসবই এখন অহনার কাছে সবথেকে বেশি গুরুত্ব পায়। আর তাই মেয়েকে আদর করা, ভালোবাসা প্রসঙ্গে যখন নেটিজেনরা নানা মন্তব্য করলেন টানতেই রীতিমতো মেজাজ হারালেন অভিনেত্রী।

Advertisement

সম্প্রতি অহনাকে নেটিজেনরা শেখাতে এসেছিলেন কীভাবে সন্তানকে আদর করতে হয় সেই বিষয়ে। অনেকেই প্রশ্ন করেছিলেন অহনাকে, ‘এই ভাবে গালটিপে, চুমু খেয়ে কেউ এত ছোট বাচ্চাকে আদর করে?’ ব্যস নানা মন্তব্য এর আগে শুনলেও এটি শোনার পর রীতিমতো মেজাজ হারালেন অহনা। সপাটে জবাবও দিলেন তিনি। একটি ভিডিও শেয়ার করে সোশাল মিডিয়ায় অহনা বলেন, ‘আমার সন্তান। আমি চুমু খাই, চটকাই, মারধোর করি, সবটাই আমার ব্যাপার।’

 

মেয়েকে নিয়ে নানা মুহূর্তের অভিজ্ঞতা অহনা ভাগ করে নেন সোশাল মিডিয়ায়। উল্লেখ্য, পুরো মাতৃত্বের জার্নিটা নিয়েই অভিনেত্রী নানা মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছিলেন। কেউ তাঁকে কটাক্ষ করেছেন কেউ আবার তাঁকে নতুন জার্নির জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তবে খারাপটা সরিয়ে রেখে ভালোটুকুই নিতে শিখেছেন বরাবর অহনা। তবে এদিন সন্তানকে নিয়ে নানা মন্তব্য সহ্য করতে না পেরে রীতিমতো সোশাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়েন পর্দার ‘মিশকা’।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement