সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাটের (Virat Kohli) অনুষ্কা, অনুষ্কার বিরাট…। চলতি বিশ্বকাপ মরসুমে ভারতীয় ক্রিকেট দলের তুখড় পারফরম্যান্সের পাশাপাশি বিরুষ্কাও চর্চার কেন্দ্রে। অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনের মাঝেও প্রায় প্রতিটা ম্যাচেই গ্যালারিতে স্বামী বিরাট কোহলির জন্য গলা ফাটাতে দেখা গিয়েছে অনুষ্কা শর্মাকে (Anushka Sharma)। ফাইনাল ম্যাচেও সেই স্পিরিট বজায় রাখলেন নায়িকা।
মেয়ে ভামিকাকে নিয়ে শনিবারই ব্যক্তিগত বিমানে করে আহমেদাবাদে পৌঁছে গিয়েছেন অনুষ্কা। ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে পরনে সাদা সালোয়ার, চোখে রোদচশমা। অভিনেত্রীর বেবিবাম্প আরও স্পষ্ট। মেয়ে ভামিকা অন্য সহকারীর কোলে। আর রবিবাসরীয় দুপুরেই স্বামী বিরাট কোহলির জন্য গ্যালারিতে গলা ফাটাতে দেখা গেল অনুষ্কাকে। ভারত বনাম অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ফাইনাল ম্যাচে বাবার বিরাট কীর্তি দেখতে হাজির খুদে ভামিকাও। তবে পাপারাৎজিদের লেন্সে খুদের ছবি ধরা দেয়নি। কারণ আগেভাগেই কড়া শর্ত বেঁধে দিয়েছেন বিরুষ্কা।
এদিকে বিরাট কোহলি অর্ধশত রান করতেই গ্যালারিতে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেল অনুষ্কা শর্মাকে। আর ঠিক সেইসময়েই পাপারাজ্জিদের লেন্সে স্পষ্ট ধরা পড়ে অভিনেত্রীর স্ফীতোদর।
wearing white on every big day i see 💗🥺
— h.🍉 (@avocadishsh)
প্রসঙ্গত, ভারত বনাম নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচের দিন কিং কোহলি যখন মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকরের রেকর্ড ছুঁয়ে ফেললেন তখন গর্বিত স্ত্রী অনুষ্কা শর্মা বলেছিলেন, “ঈশ্বরই সেরা চিত্রনাট্যকার। আমি কৃতজ্ঞ ঈশ্বরের আশীর্বাদে তোমার ভালোবাসা পাওয়ার জন্য। এবং মন শক্ত করে তোমার এই উত্থানের অংশীদার হতে পেরেছি। নিজের সততার জোরেই তুমি সবটা অর্জন করেছো এবং করবেও। নিজের এবং খেলাধুলার প্রতি সর্বদা সৎ থাকার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। তুমি সত্যিই ঈশ্বরের সন্তান।”
wearing white on every big day i see 💗🥺
— h.🍉 (@avocadishsh)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.