সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই বিমানবন্দরের প্রবেশ পথের একেবারে সামনে গিয়ে ভিতরে ঢুকতে বাধা। বাধ্য হয়ে ফিরেই যেতে হল অভিনেত্রী দিশা পাটানিকে। রবিবার সকালে পাপ্পারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ল এমনই ছবি। ঠিক কী কারণে অভিনেত্রী বিমানবন্দরে ঢুকতে পারলেন না? জানা গিয়েছে, বিমানবন্দরে নাকি পাসপোর্ট নিয়ে আসতে ভুলে গিয়েছিলেন অভিনেত্রী। সে কারণে ঢুকতে পারেননি তিনি।
বি-টাউনের জেন ওয়াই অভিনেত্রীদের মধ্যে অন্যতম দিশা পাটানি। ফ্যাশন স্টেটমেন্টের জন্য তিনি থাকেন সবার নজরে। এদিন বিমানবন্দরে আসার সময় দিশা পাটানির পরনে ছিল সাদা রঙের লম্বা হাতার টি-শার্ট, নীল রঙের ব্যাগি ডেনিম জিনস। গাড়ি থেকে নেমে ছবি শিকারীদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বিমানবন্দরের প্রবেশ পথের দিকে এগিয়ে যান অভিনেত্রী। বিমানবন্দরে ঢুকতে না পারায় হাসি ম্লান হয়ে যায় দিশার। ফিরে আসতে দেখে ছবিশিকারীরা তাঁকে প্রশ্ন করেন, “কী হয়েছে?” হাসিমুখে অভিনেত্রীর উত্তর, “কিছু না।” এরপর গাড়ি চড়ে বিমানবন্দর চত্বর ছেড়ে চলে যান। কোথায় যাচ্ছিলেন অভিনেত্রী, তা অবশ্য জানা নেই।
গত মাসে মোনাকোতে যান অভিনেত্রী। সেখানে এফ ওয়ান গ্র্যান্ড পিক্স ২০২৫ অনুষ্ঠানে যোগ দেন। সেই সময় ব্যাকলেস টপের সঙ্গে ব্যাগি জিনস পরে দেখা গিয়েছিল দিশাকে। চোখে মানানসই সানগ্লাস এবং হাতে ব্যাগ। সেবার অবশ্য ঠিকঠাক সময়ে বিমানবন্দরে ঢুকতে পারেন দিশা। বলে রাখা ভালো, ‘এম এস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি’-র হাত ধরে বলিউডে পা রাখেন এই অভিনেত্রী। ছবিতে একজন খুবই সাধারণ মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এছাড়াও তামিল ছবি লোফার ও একটি হলিউডডের ছবিতে সোনু সুদের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। আপাতত অ্যাকশন কমেডি ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবির কাজে ব্যস্ত দিশা। তাঁর কাজ দর্শকদের মন কতটা জয় করতে পারে, সেটাই এখন দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.