Advertisement
Advertisement
Kajal Aggarwal

পথ দুর্ঘটনায় মৃত্যু কাজলের? খবর শুনেই ‘সিংহম’ নায়িকার চিৎকার, ‘আমি মরি নাই!’

নিজের মৃত্যুর খবর শুনে ঝাঁজাল প্রতিক্রিয়া কাজল আগরওয়ালের। কী বললেন?

Actress Kajal Aggarwal Breaks Silence On Fake Death News
Published by: Sandipta Bhanja
  • Posted:September 9, 2025 10:52 am
  • Updated:September 9, 2025 10:52 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবদ্দশায় তারকাদের ভুয়ো মৃত্যুর খবর সিনেদুনিয়ায় নতুন নয়। সোশাল মিডিয়ার যুগে নিত্যদিনই প্রায় এহেন অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় সেলেবদের! খোদ বলিউড শাহেনশা- বাদশা থেকে দাক্ষিণাত্যের মেগাস্টাররাও আন্তর্জালিকার এই ‘জঞ্জাল’ থেকে রেহাই পাননি! অমিতাভ বচ্চন,শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ থেকে রজনীকান্তের মতো তারকাদের মৃত্যুর খবরও একসময়ে রটেছে। এবার সেই তালিকাতেই নবতম সংযোজন বলিউড-দক্ষিণের মিষ্টি নায়িকা কাজল আগরওয়াল। সোমবার থেকেই অভিনেত্রীর মৃত্যুসংবাদে আগুন জ্বলছে নেটপাড়ায়!

Advertisement

এক পোস্ট থেকেই এহেন ‘কেলোর কীর্তি’র সূত্রপাত। যেখানে দাবি করা হয়েছে, পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কাজল আগরওয়ালের। তারপর থেকেই শোকজ্ঞাপনের ঢল! সেই গুজব ফলাও করে অনুরাগীরাও ফেসবুকজুড়ে শোকবার্তা দিতে শুরু করেন। “বিশ্বাসই হচ্ছে না আপনি নেই… কেন এমন হল?” গোছের মন্তব্যে ছেয়ে গিয়েছে নেটদুনিয়া। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে শেষমেশ তিতিবিরক্ত হয়ে মুখ খুলতে বাধ্য হলেন অজয় দেবগনের ‘সিংহম’ নায়িকা।

সোমবার এক্স হ্যান্ডেলের পোস্টে অনুরাগীদের আশ্বস্ত করে কাজল জানিয়েছেন, তিনি দিব্যি সুস্থ রয়েছেন। এইধরনের ভুয়ো খবরের ফাঁদে যেন তাঁরা পা না দেন, সেই সতর্কবাণীও রয়েছে সংশ্লিষ্ট পোস্টে। কাজলের মন্তব্য, ‘শুনলাম, আমাকে নিয়ে একটা ভিত্তিহীন খবর রটেছে যে, আমার নাকি পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে! সত্যি বলতে কী, ব্যাপারটা ভীষণ মজার। কারণ এটা সম্পূর্ণ মিথ্যে। আপনাদের সকলকে আশ্বস্ত করে বলছি যে, ঈশ্বরের কৃপায় আমি পুরোপুরি ভালো রয়েছি। নিরাপদে রয়েছি। সকলের কাছে আর্জি, এধরনের ভুয়ো খবর বিশ্বাস করবেন না। চলুন না, আমরা একটু ইতিবাচক চিন্তাভাবনা রাখি। সত্যকে ঘিরে থাকি।’

২০১১ সালে সিংহম ফ্র্যাঞ্চাইজির পয়লা ছবিতে অজয় দেবগনের সঙ্গে জুটি বেঁধে বলিউডের লাইমলাইট কেড়েছিলেন দক্ষিণী সুন্দরী। তার পর থেকে একাধিক হিন্দি সিনেমায় দেখা গিয়েছে তাঁকে। উত্তর-পূর্ব বলয়ের সিনেদর্শকদের মধ্যেও কাজল আগরওয়ালের জনপ্রিয়তা নেহাত কম নয়। এবার নিজের মৃত্যুর খবর শুনে নিজেই হতভম্ব অভিনেত্রী!

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ