Advertisement
Advertisement
Nabanita Das On Jeetu Kamal

‘কার কতটা ঠাট্টা নেওয়ার ক্ষমতা…’, জীতু-দিতিপ্রিয়া দ্বন্দ্বে প্রাক্তন স্বামীকে নিয়ে কী মত নবনীতার?

চলতি বিতর্কে কার পক্ষ নিলেন জীতুর প্রাক্তন স্ত্রী নবনীতা দাস?

Actress Nabanita Das reacts to Ditipriya Roy-Jeetu Kamal tussle
Published by: Sandipta Bhanja
  • Posted:August 7, 2025 3:29 pm
  • Updated:August 7, 2025 3:29 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপু-আর্যর বেশ কিছু রোম্যান্টিক ছবি নিয়ে বিগত কয়েকদিন ধরেই নেটভুবনে বিস্তর চর্চা। জলঘোলারও অন্ত নেই! আর তার রেশই পড়েছে রিল জুটির রিয়েল লাইফে। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে জীতু কমল, দিতিপ্রিয়া রায়ের অসমবয়সি প্রেমের সমীকরণ দর্শকদের মন ছুঁলেও ব্যক্তিগতভাবে যে তাঁদের সম্পর্কের অবনতি ঘটেছে, সেটা দুই অভিনেতার কথাবার্তাতেই স্পষ্ট। নেটপাড়ায় বাক-বিতণ্ডাও বহাল! এবার সংশ্লিষ্ট বিতর্কে মুখ খুললেন জীতুর প্রাক্তন স্ত্রী নবনীতা দাস।

Advertisement

সম্প্রতি দিতিপ্রিয়া রায় তাঁর ফেসবুক পোস্টে সহ-অভিনেতা জীতুর বিরুদ্ধে ‘কুরুচিকর মেসেজ পাঠানোর’ অভিযোগ তোলেন। সেই প্রেক্ষিতেই সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন অভিনেতার প্রাক্তন স্ত্রী। তেইশ সালে তারকাদম্পতির বিচ্ছেদ হয়। পরবর্তীতে নবনীতা দাস নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছেন। তবে সম্পর্কে যতিচিহ্ন টানলেও প্রাক্তন স্বামীর প্রতি অভিনেত্রীর আস্থা অটুট। নবনীতা জানিয়েছেন, “ওকে নিপাট ভালো মানুষ বলেই চিনি। আমাদের সম্পর্ক থাকাকালীনও এরকম কিছু করেনি জীতু যার জন্যে ওঁর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা যায়। এরকম অভিযোগ শুনে অবাকই হচ্ছি! আসলে জীতু সেটে বরাবরই কম কথা বলে। নিজের মতো থাকে অধিকাংশ সময়। ওর ব্যক্তিত্ব সেরকম নয়। তবে জীতুর রসবোধ সূক্ষ্ম। বেশি কথা বলে বোঝাবার প্রয়োজন হয় না।” তবে প্রাক্তন স্বামীর পক্ষ নিয়ে কথা বললেও দিতিপ্রিয়া রায়ের খারাপ লাগাকেও পুরোপুরি উড়িয়ে দিলেন না নবনীতা।

অভিনেত্রীর কথায়, “দিতিপ্রিয়া বয়সে অনেকটাই ছোট। কারও নিছক রসিকতা ওর খারাপ লাগতেই পারে। কার কতটা ইয়ার্কি-ঠাট্টা নেওয়ার ক্ষমতা থাকবে, সেটা তো ঠিক করে দেওয়া যায় না। অতঃপর ওর খারাপ লাগলে সেটাও উড়িয়ে দেওয়া অনুচিত হবে।” এদিকে অপু-আর্যর এহেন দ্বন্দ্বে ইতিমধ্যেই ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ অভিনেত্রী জানিয়েছেন, তিনি চ্যানেলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন। দিতিপ্রিয়ার কথায়, “পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে তাতে দীর্ঘদিন চালিয়ে যেতে পারব বলে মনে হয় না। ওই মানুষটার সামনে দাঁড়িয়ে শট দিতেও তো এরপর আমার অসুবিধে হবে।” অন্যদিকে ‘আর্য’ জীতুর মত, “কাছের মানুষ থেকে চ্যানেল, প্রোডাকশন সকলেই আমাকে চেনেন। আসলে যে বা যাঁরা এই কাজটা করেছেন সেটা গাত্রদহ থেকেই। এর আগেও আমার বিরুদ্ধে কুৎসা রটানোর চেষ্টা হয়েছিল। ইতিমধ্যেই চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে এবং তাঁরা জানিয়েছেন, তাঁরা আমাকে বিশ্বাস করেন। তাই কারও জন্য কাজ আমি ছাড়ব না।” জীতু-দিতিপ্রিয়ার এহেন টানাপোড়েনের মাঝেই মুখ খুললেন অভিনেতার প্রাক্তন স্ত্রী নবনীতা দাস।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ