Advertisement
Advertisement
Priya Marathe

মাত্র ৩৮ বছর বয়সেই সব শেষ, প্রয়াত সুশান্ত সিং রাজপুতের সহ অভিনেত্রী প্রিয়া

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি।

Actress Priya Marathe died in Mumbai
Published by: Sayani Sen
  • Posted:August 31, 2025 11:52 am
  • Updated:August 31, 2025 12:03 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবাসরীয় সকালে বি-টাউনে ফের দুঃসংবাদ। প্রয়াত অভিনেত্রী প্রিয়া মারাঠি। সুশান্ত সিং রাজপুতের সহ অভিনেত্রী ছিলেন তিনি। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। রবিবার সকালে মুম্বইয়ে নিজের বাড়িতেই মৃত্যু হয় প্রিয়ার। জানা গিয়েছে, ক্যানসারে ভুগছিলেন অভিনেত্রী। চিকিৎসাও চলছিল তাঁর। তবে তাতেও লাভ হল না। 

Advertisement

১৯৮৭ সালের ২৩ এপ্রিল মুম্বইতে জন্ম তাঁর। বাণিজ্যনগরীতেই বেড়ে ওঠা। খুব ছোট থেকে অভিনয়ের প্রতি আকর্ষণ ছিল তাঁর। চাইতেন অভিনেত্রী হিসাবে নিজের কেরিয়ার গড়ে তোলার। মারাঠি সিরিয়ালে কাজের মাধ্যমে অভিনয়ে অভিষেক। এরপর বলিউডে পা রাখেন প্রিয়া। বালাজি টেলিফিল্মসের ‘কসম সে’ সিরিয়ালে দেখা যায় তাঁকে। এরপর জনপ্রিয় ধারাবাহিক ‘পরিত্র রিস্তা’য় দেখা গিয়েছে। ওই ধারাবাহিকে ছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতও। এই ধারাবাহিকে কাজ করার পর থেকে আর পিছু ফিরে তাকাতে হয়নি প্রিয়াকে। একের পর এক কাজের সুযোগ পান।

‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’, ‘তু তিথে মে’, ‘ভাগে রে মন’, ‘জয়স্তুতে’, ‘ভারত কা বীরপুত্র – মহারাণা প্রতাপ’ ধারাবাহিকে কাজ করেছেন তিনি। শুধু ধারাবাহিক নয়। হিন্দি ছবিতেও কাজ করেছেন প্রিয়া। ২০০৮ সালে ‘হামনে জিনা শিখ লিয়া’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। মারাঠি পরিচালক গোবিন্দ নিহালনির ‘তি আনি ইতার’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে। ২০১২ সালে শান্তনু মোঘের সঙ্গে ঘর বাঁধেন। গত বছর স্বামীর সঙ্গে জয়পুর বেড়াতে গিয়েছিলেন। শেষবার সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী। তারপর থেকে একেবারে প্রচারের অন্তরালে চলে যান। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদুনিয়া। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ