Advertisement
Advertisement
Rhea Chakraborty

বিদেশ যাওয়ার ছাড়পত্র পাওয়ার পরই নেটদুনিয়ায় হুঙ্কার! কী লিখলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী?

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুমামলায় বড়সড় স্বস্তি পেয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী।

Actress Rhea Chakraborty shares first post after anti drug agency returns her passport
Published by: Sayani Sen
  • Posted:October 3, 2025 8:24 pm
  • Updated:October 3, 2025 8:24 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুমামলায় বড়সড় স্বস্তি পেয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। মিলেছে বিদেশ যাত্রার ছাড়পত্র। পাসপোর্ট ফেরত পেয়েছেন তিনি। তারপরই সোশাল মিডিয়ায় গর্জন অভিনেত্রীর। ‘সত্যের জয় হবেই’ – আর একবার সেকথাই লিখলেন তিনি।

Advertisement

রিয়া চক্রবর্তী সোশাল মিডিয়ায় লেখেন, “গত ৫ বছরে ধৈর্যই ছিল আমার পাসপোর্ট। ক্রমাগত লড়াই। অসীম আশা। আজ আমি আবার পাসপোর্ট ফেরত পেয়েছি। আমার দ্বিতীয় চ্যাপটারের জন্য তৈরি।” এরপরই তিনি লেখেন, “সত্যের জয় হবেই।”

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু হয়। সেই ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। সেই বছরের আগস্ট মাসে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। এই মামলার তদন্তে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। গ্রেপ্তার করা হয় অনেককে। যাঁদের মধ্যে ছিলেন অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই। ছেলের মৃত্যুর জেরে সুশান্তের বাবা অভিনেত্রীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছিলেন। এরপর সিবিআইয়ের তরফেও রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়।

পরবর্তীকালে প্রয়াত অভিনেতার মৃত্যু সংক্রান্ত দু’টি মামলারই রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়েছিল। আর সেই রিপোর্টে দাবি করা হয় যে, আত্মহত্যাই করেছিলেন সুশান্ত সিং রাজপুত। সেখানে এমন কোনও প্রমাণ মেলেনি, যার ভিত্তিতে খুনের বিষয়টি প্রতিষ্ঠা করা যায়।তবে তা সত্ত্বেও বিদেশে যেতে পারছিলেন না অভিনেত্রী। পাসপোর্ট ফেরতের আর্জি জানিয়ে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হন রিয়া। একটি আন্তর্জাতিক প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন রিয়া। আর সেই কারণেই বিদেশে যাওয়ার জন্য সাময়িকভাবে ভিসা ও পাসপোর্ট ফেরানোর আবেদন করেন অভিনেত্রী। সেই আবেদন মঞ্জুর করেছে এনডিপিএস। তবে আমেরিকা যেতে পারবেন না রিয়া। শ্রীলঙ্কা, ইউরোপ ও সার্বিয়া যাওয়ার অনুমতি পেয়েছেন অভিনেত্রী।পাসপোর্ট ফেরত পাওয়ায় উচ্ছ্বসিত অভিনেত্রী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ