Advertisement
Advertisement
Rituparna Sengupta

গরমকে টেক্কা দিতে সুইমিং পুলে ঋতুপর্ণা, ছবি দেখে কী প্রতিক্রিয়া নেটিজেনদের?

জলকেলির এই ছবি অভিনেত্রী নিজেই পোস্ট করেছেন।

Actress Rituparna Sengupta posted picture in swimming pool | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 24, 2023 9:39 am
  • Updated:April 24, 2023 9:46 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরমকে টেক্কা দিতে সুইমিং পুলে নেমে পড়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। কিন্তু সেখানে আবার নিজে উষ্ণতা ছড়িয়েছেন। কীভাবে? গোলাপি বিকিনিতে জলকেলিতে মেতেছিলেন অভিনেত্রী।

Advertisement

সপ্তহান্তে গরম একটু কম থাকলেও গত সপ্তাহে তীব্র দাবদাহের জ্বালা ভোগ করতে হয়েছে কলকাতাবাসীকে। এখন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আর তার জেরে তাপমাত্রা কিছুটা হলেও সহ্যের আওতায় এসেছে। কিন্তু রোদ এখনও নিজের দাপট বজায় রেখেছে। এমন পরিস্থিতিতেই গরমকে হারানোর টোটকা দিলেন ঋতুপর্ণা।

[আরও পড়ুন: সিঙ্গুরে এশিয়ার বৃহত্তম পাইকারি বাজার! প্রায় দেড় লক্ষ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা]

গোলাপি রঙের বিকিনি পরেই সুইমিং পুলে নেমে পড়েছিলেন অভিনেত্রী। জল ছিটিয়ে হাসিতে আত্মহারা ছিলেন তিনি। সেই মুহূর্তই ক্যামেরাবন্দি হয়েছে। আর ছবি আপলোড করে ঋতুপর্ণা লিখেছেন, “এভাবেই গরমে হারিয়ে দিন।”

ঋতুপর্ণার এই বিকিনি লুক অনেকেরই পছন্দ হয়েছে। অভিনেত্রীকে ‘হটেস্ট বাঙালি অভিনেত্রী’ বলে মন্তব্য করা হয়েছে। তবে কয়েকজনের আবার এতে আপত্তি রয়েছে। “খুব খারাপ ঋতুদি…তুমি সেলেব্রিটি, তুমি এই বাংলার মা-বোনেদের মধ্যে জনপ্রিয়…প্লিজ নিজেকে সংযত রাখো”, এমন মন্তব্যও করা হয়েছে কমেন্টবক্সে।

Rituparna-post-reax
[আরও পড়ুন: মন্নতে ছিল নৈশভোজ, শাহরুখের ব্যবহারের মুগ্ধ মডেল, ছবি শেয়ার করে জানালেন অভিজ্ঞতা]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement