Advertisement
Advertisement
Actress Samantha Ruth Prabhu wear 30 kilogram saree in Shaakuntalam shooting set

অসুস্থ শরীরে ৩০ কেজি ওজনের শাড়ি পরে সপ্তাহখানেক শুটিং, মুগ্ধ করলেন সামান্থা

'শকুন্তলম' ছবির শুটিংয়ে ৩ কোটি টাকার সোনার গয়না পরেছেন সামান্থা।

Actress Samantha Ruth Prabhu wear 30 kilogram saree in Shaakuntalam shooting set । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:February 2, 2023 11:13 am
  • Updated:February 2, 2023 11:13 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দমে যাওয়া তাঁর অভিধানে নেই। কোনও জটিল পরিস্থিতি দমাতেও পারেনি তাঁকে। সম্প্রতি বিরল রোগে আক্রান্ত হয়েছেন। তা বলে থেমে যাওয়ার পাত্রী নন তিনি। হ্যাঁ ঠিকই ধরেছেন কথা হচ্ছে দক্ষিণ তারকা সামান্থা রুথ প্রভুকে নিয়ে। গত জানুয়ারিতে মুক্তি পাওয়া তাঁর ‘শকুন্তলম’ ছবির ট্রেলার নিয়ে সর্বত্র চলছে আলোচনা। শোনা যাচ্ছে, অসুস্থ শরীরেও ওই ছবিতে প্রায় ৩০ কেজি ওজনের শাড়ি এবং ৩ কোটি টাকার গয়না পরে শুটিং করেছেন সামান্থা। এক-দু’দিন নয়। টানা সপ্তাহখানেক ধরে ভারী শাড়ি ও গয়না পরে অভিনয় করেছেন তিনি। এই তথ্য শোনার পর স্বাভাবিকভাবেই সামান্থার প্রশংসা করছেন প্রায় সকলেই।

Advertisement

কবি কালিদাসের নাটক ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে তৈরি হয়েছে ‘শকুন্তলম’ ছবি। মূল চরিত্রে অর্থাৎ শকুন্তলার চরিত্রে দেখা গিয়েছে সামান্থাকে। ভারী শাড়ি, গয়না পরে তাঁর লুক সামনে এসেছে। সামান্থার রূপে মুগ্ধ প্রায় সকলেই।

Samantha-Ruth-Prabhu

ছবিতে দুষ্মন্তের চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেতা দেব মোহন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কবীর বেদি, প্রকাশ রাজ, অদিতি বালন, গৌতমী। দুষ্মন্ত ও শকুন্তলার ছেলে ভরতের চরিত্রে দেখা যাবে খুদে আরহারকে। দক্ষিণী তারকা আল্লু অর্জুনের ন’বছরের মেয়ে আরহার। গুণশেখর পরিচালিত ছবিটি তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও হিন্দি মোট পাঁচটি ভাষায় মুক্তি পাবে। থাকবে ছবির থ্রিডি ভার্সনও। আগামী ১৭ ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘শকুন্তলম’।

[আরও পড়ুন: একশো কোটি টাকায় ওটিটিতে বিক্রি হল ‘পাঠান’, জানেন কোথায় দেখা যাবে এই ছবি?]

দক্ষিণী ছবিতে দীর্ঘদিন ধরে অভিনয় করছেন সামান্থা। সারা ভারতের দর্শকের কাছে তিনি প্রশংসা পান ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ (The Family Man 2) সিরিজের মাধ্যমে। সিরিজে রাজির ভূমিকায় অভিনয় করেন সামান্থা। এর জন্য একাধিক পুরস্কার পেয়েছেন তিনি।  ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় সামান্থার আইটেম ডান্সও তুমুল জনপ্রিয় হয়। আগামীতে তেলুগু সায়েন্স ফিকশন থ্রিলা ‘যশোধা’য় দেখা যাবে সামান্থাকে। 

‘সিটাডেল’-এর ভারতীয় ভার্সনের ছবিতেও অভিনয় করছেন সামান্থা। বরুণ ধাওয়ানের পাশাপাশি এবার দেখা যাবে দক্ষিণী তারকাকেও। সামান্থার লুক প্রকাশ্যে আসার পর প্রশংসা পাচ্ছেন সর্বত্র। কালো জ্যাকেট, জিনস, সানগ্লাস পরা অবতারে ধরা দিয়েছেন অভিনেত্রী। তাঁর লুকের প্রশংসা করেছেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়াও।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: ‘কোটি কোটি টাকা নয়, আমি ভালবাসা চাই!’ ‘পাঠানে’র রেকর্ড ব্যবসা দেখে আপ্লুত শাহরুখ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement