সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি এমনই। তাঁর হাসি, চাউনিতে মুগ্ধ দুনিয়া। মুম্বই হোক কিংবা সৌদি আরব সর্বত্র শাহরুখের জাদুই যেন অন্যরকম। তেমনই বলিউড বাদশাহকে নিজের পাশের আসনে দেখে মুগ্ধ হলিউড সুপারস্টার শ্যারন স্টোন।
সৌদি আরবে রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল চলছিল। ওই চলচ্চিত্র উৎসবে যোগ দেন বলিউডে একঝাঁক তারকা। শাহরুখ খান, কাজল, প্রিয়াঙ্কা চোপড়া ছিলেন সকলেই। আলো আঁধারি অনুষ্ঠান কক্ষে দর্শকাসনে বসেছিলেন বলিউড বাদশাহ। তাঁকে প্রথমে খেয়াল করেননি কেউই। তবে সঞ্চালকের নজর এড়ায়নি। তিনি আচমকাই শাহরুখকে অভ্যর্থনা জানাতে জানাতে এগিয়ে যান। আসন ছেড়ে উঠে দাঁড়ান শাহরুখ। হেসে মাথা নিচু করেন।
সেই সময় একই সারিতে বসেছিলেন ‘বেসিক ইনস্টিংট’ নায়িকা শ্যারন স্টোন। শাহরুখকে দেখে অবাক হয়ে যান তিনি। তাঁর উচ্ছ্বাস ছিল দেখার মতো। নিজের বুকে হাত রেখে শাহরুখের দিকে হাঁ করে তাকান। হাততালি দিতে দিতে বলেন, “ওহ মাই গড”। এরপর শ্যারনের কাছে যান শাহরুখ। গালে চুমু দিয়ে পাশে বসেন তিনি।
My favourite part of today’s event, Sharon Stone’s reaction when she realised Shah Rukh Khan is sitting next to her.. We can’t blame her, can we?
— Ann (@Unreal_Ann)
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শ্যারনের মুগ্ধ হয়ে ওঠার ভিডিও। শাহরুখের অনুরাগীদের উচ্ছ্বাস শ্যারনের তুলনায় কম কিছু নয়। একই জায়গায় নিজের প্রিয় মানুষকে দেখলে এমন প্রতিক্রিয়া হওয়াই সম্ভব বলেই মত তাঁদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.