Advertisement
Advertisement
Aarya 3 Teaser

হাতে জ্বলন্ত সিগার আর বন্দুক, ‘আরিয়া ৩’র টিজারে মাফিয়া ক্যুইনের মেজাজে সুস্মিতা

অভিনেত্রী নিজেই টিজারটি প্রকাশ করেছেন।

Actress Sushmita Sen starrer Aarya 3 Teaser is out | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 30, 2023 3:15 pm
  • Updated:January 30, 2023 3:28 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ললিত মোদি কাণ্ড অতীত। আবার কাজে মন দিয়েছেন সুস্মিতা সেন (Sushmita Sen)। একেবারে ডাকাবুকো মেজাজে ক্যামেরার সামনে ফিরছেন তিনি। শুরু করেছেন ‘আরিয়া ৩’ (Aarya 3) ওয়েব সিরিজের শুটিং। টিজার প্রকাশ করে জানিয়েছেন এই খবর।

Advertisement

Sushmita Sen

২০২০ সালে ওয়েব দুনিয়ায় আরিয়া হিসেবে সফর শুরু করেছিলেন সুস্মিতা। সে বছরের জুন মাসে সিরিজের ৯টি এপিসোড ডিজনি প্লাস হটস্টারে দেখা গিয়েছিল। যাতের স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে মরিয়া হয়েছিল সুস্মিতার চরিত্র। ২০২১ সালের ডিসেম্বরে ‘আরিয়া’র দ্বিতীয় পর্বের ৮টি এপিসোড দেখা যায়। তাতে আর সাহসী মেজাজে ক্যামেরার সামনে ধরা দেন সুস্মিতা। এবার যেন মাফিয়া ক্যুইনের মেজাজেই ক্যামেরার সামনে ধরা দিয়েছেন প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী। হাতে তাঁর জ্বলন্ত সিগার আর বন্দুক।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: হিন্দি গান কেন গাইছেন? কৈলাস খেরকে লক্ষ্য করে ছোঁড়া হল বোতল, ভাইরাল ভিডিও]

গত বছরটা বিশেষ ভাল যায়নি সুস্মিতার। প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। আবার সুস্মিতার ভাই রাজীব ও তাঁর স্ত্রী চারু আসোপার সম্পর্কের টানাপোড়েন নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। তবে সমস্ত বিতর্ককে পিছনে ফেলে আবার কাজে মন দিয়েছেন সুস্মিতা। কিছুদিন আগেই নিজেকে নিজেই একটি মার্সিডিজ উপহার হিসেবে দিয়েছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

‘আরিয়া’র নতুন সিজন ছাড়াও তৃতীয় লিঙ্গের গৌরী সাওয়ান্তের ভূমিকায় অভিনয় করছেন সুস্মিতা। গৌরীর জীবনের কাহিনিই ওয়েব সিরিজে ফুটিয়ে তোলা হবে। ইতিমধ্যেই তাঁর শুটিংয়ের ছবি ও ফার্স্টলুক প্রকাশ্যে এসেছে। পুণেতে গণেশ নামে জন্ম হয়েছিল তাঁর। বাবা ছিলেন কড়া পুলিশকর্মী। অল্প বয়সেই মাকে হারান গৌরী। ঠাকুমা তাঁকে বড় করে তোলেন। আঠেরো বছর বয়সে বাড়ি ছাড়েন গৌরী। তাঁর কারণে বাবার কষ্ট হোক, তা চাননি বলেই ঘর ছাড়েন। বাড়ি ছাড়ার পর মুম্বইয়ে চলে আসেন গৌরী। সেখানে স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে কাজ করতে শুরু করেন। নানা সমাজসেবামূলক কাজ করেছেন গৌরী। যৌনকর্মী এবং লিঙ্গের ভিত্তিতে সংখ্যালঘু মানুষের পাশে দাঁড়ান তিনি। রূপান্তরিত, রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গের মানুষরা যাতে শিশুদের দত্তক নেওয়ার অধিকার পান। সেই লড়াইয়ের অংশীদার হন তিনি। নিজে এক শিশুকন্যাকে দত্তক নেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভরতি বাংলাদেশি অভিনেত্রী শারমিন আঁখি]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ