সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন অদিতি রাও হায়দরি। হিসেব মতো, বিয়ের পর এটাই ‘বিব্বোাজনে’র প্রথম কান সফর। ফ্রেঞ্চ রিভেরাঁয় গেলেও দেশের আচার-সংস্কৃতি সঙ্গী করে নিয়ে গিয়েছেন তিনি। আর সেই প্রেক্ষিতেই রেড কার্পেটে ভারতীয় তারকাদের সমাবেশে আলাদা করে নজর কাড়লেন অদিতি। পরনে লাল শাড়ি। সিঁথি রাঙানো সিঁদুরে। মাথায় হাত দিয়ে ক্যামেরায় পোজ দিয়েছেন দক্ষিণী সুন্দরী। আর নায়িকার এমন সাজপোশাকের সঙ্গেই অপারেশন সিঁদুরকে মিলিয়ে দিল নেটপাড়া। কীভাবে?
অদিতি রাও হায়দরির কান লুকের ছবি ভাইরাল হতেই নেটপাড়ার একাংশের মত, দেশে অপারেশন সিঁদুর আবহে আর পাঁচজন তারকা যখন পশ্চিমী পোশাকে ফ্রেঞ্চ রিভেরাঁ মাতাচ্ছেন, তখন সিঁদুরে সিঁথি রাঙিয়ে অনন্যা অদিতি। তাঁদের অনুমান, উত্তপ্ত আবহে কতিপয় শব্দ খরচ না করে হয়তো দেশের হয়ে বার্তা দিতেই অদিতি রাও হায়দরির এমন সাজ। আর নিজের কান লুকের ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন- ‘আই ক্যান।’ অর্থাৎ আমিও পারি। বলাই বাহুল্য সেই একলাইনে গর্ব আর গ্ল্যামারকে মিলিয়ে দিয়েছেন অদিতি। ভারতীয় নারীর ঐতিহ্যকে বিদেশের মার্টিতে গর্বের সঙ্গে মেলে ধরায় অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ অনেকে। স্বামী সিদ্ধার্থও ভালোবাসা উজাড় করে দিয়েছেন পোস্টে।
View this post on Instagram
প্রসঙ্গত, গতবছর মুক্তি পায় অদিতি রাও হায়দারি অভিনীত ‘হীরামান্ডি’ সিরিজটি। সিরিজে ‘বিব্বোজান’ চরিত্রে অদিতির অভিনয় এবং ‘গজগামিনী’ চলন ও তাঁর রূপের ছটায় নেটদুনিয়ায় তোলপাড় পড়ে যায়। সিরিজে অভিনেত্রীর কাজ বহুল প্রশংসিত হয়। এরপরই গতবছর দক্ষিণী তারকা সিদ্ধার্থের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী। কিন্তু তারপর থেকে আর পর্দায় দেখা যায়নি অদিতিকে। তাঁর দাবি, “হীরামান্ডির পর আর কোনও কাজের প্রস্তাবই আসেনি।” সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠেছে, তাহলে কি বিয়ের পর কাজ পাচ্ছেন না তিনি? তবে পর্দায় তাঁকে দেখা যাক না যাক, কান-এর মঞ্চে কিন্তু লাল শাড়িতে বাজিমাত করলেন অদিতি রাও হায়দরি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.