সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময়ে পাকিস্তানের নাগরিকত্ব থাকলেও আদনান শামি যে মনেপ্রাণে ভারতপ্রেমী, সেটা আবার যেন নতুন করে প্রমাণ হল। লাইভ কনসার্টের জন্য তাঁর ইয়ার মনিটরে জাতীয় পতাকার ত্রিবর্ণরঞ্জিত ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা। পাশাপাশি সইতে হল কটাক্ষও। অবশ্য মোক্ষম জবাবও দিলেন তারকা গায়ক।
ছবিটি পোস্ট করে তারকা গায়ক লেখেন, ‘আমার লাইভ কনসার্টের জন্য কাস্টমাইজড ‘ইন ইয়ার মনিটর্স’ এখনই পেলাম। এটা আমার দ্বিতীয় জোড়া এবং সেটা শুনতে অনবদ্য… ওরা এর ডিজাইন তৈরি করেছে ভারতের পতাকার রঙে। আমি তেমনটাই অনুরোধ করেছিলাম। কেমন লাগছে আপনাদের?’
কিন্তু এই পোস্টের পরই ট্রোলিংয়ের শিকার হলেন সামি। সেটাও তাঁর ভূতপূর্ব দেশ পাকিস্তানের এক নাগরিক আক্রমণ করেন তাঁকে। লেখেন, ‘হা হা (ছাপার অযোগ্য), ভারতের প্রতি আনুগত্য বোঝাতে এখন এসব করতেই হবে।’ এর জবাবে সামি স্পষ্ট লেখেন, ‘আমি অন্তত দেশের জন্য আমার ভালোবাসা ও আবেগটা দেখাতে পারি, যেমন সাধারণ নাগরিকরা করে থাকেন। তোমাদের তো নিজের দেশের সেনার হয়ে আনুগত্য দেখাতে হয়। সারা জীবনটাই ওদের চাবুক খেয়ে কাটিয়ে দিতে হবে।’
View this post on Instagram
উল্লেখ্য, পহেলগাঁও সন্ত্রাস এবং অপারেশন সিঁদুরের পর থেকেই নিজের জন্মভূমির বিরুদ্ধে একের পর এক বোমা ফাটিয়েছেন আদনান। আসিম মুনিরের সেনাবাহিনীর বিরুদ্ধেও তোপ দাগতে ছাড়েননি গায়ক। আর ধারাবাহিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর আক্রমণাত্মক পোস্ট দেখে পাক নাগরিকদের একাংশ প্রশ্ন ছুড়েছিলেন, ‘আরএসএসকে খুশি করতেই এত পাক বিরোধী পোস্ট করছেন?’ খোঁচা খেয়ে হজম করেননি, বরং দ্বিগুণ ক্ষোভ উগরে দিয়েছেন আদনান শামি।
অপারেশন সিঁদুরের পর ভারতীয় সেনাবাহিনীর জয়গান গেয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন আদনান। সেখানে লেখা ছিল- ‘সিঁদুর থেকে তন্দুর পর্যন্ত…, জয় হিন্দ।’ এমন উত্তপ্ত আবহে দাবানল গতিতে ভাইরাল হয় পাক মুলুককে ব্যঙ্গ করা শামির ওই পোস্ট। এবারও নতুন করে পাক ট্রোলিংয়ের মুখে পড়তে হল তাঁকে। আর সেই কটাক্ষকে উড়িয়ে পালটা জবাব দিলেন সামি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.