সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে বলিউড সুপারস্টারকে কিনা এযাবৎকাল রাজনীতির সাতে-পাঁচে দেখা যায়নি, সেই অভিনেতাকেই কিনা এবার লোকসভা ভোটের আবহে মোদি বিরোধী প্রচারে দেখা গেল! আর সেই ভিডিওতে রণবীর সিংয়ের (Ranveer Singh) মন্তব্য ভাইরাল হতেই প্রশ্ন উঠল, রামমন্দির উদ্বোধনে ডাক পাননি বলেই বিজেপির বিরুদ্ধে প্রচার করছেন? বিতর্ক তুঙ্গে।
কোন দলের হয়ে সুর চড়ালেন রণবীর সিং? সম্প্রতি বারাণসিতে গিয়েছিলেন অভিনেতা। মনীশ মালহোত্রার এক ফ্যাশন শোয়ের জন্য। সেখানে কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে পুজোও দেন। আর সেখান থেকেই বলিউড খিলজির এক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে নমো ঘাটে বসেই নমোকে কটাক্ষ করে তাঁকে বলতে শোনা যায়, “মোদিজীর একমাত্র লক্ষ্য আমাদের দেশের দুঃখ-দুর্দশা উদযাপন করা। আমাদের দেশের বেকারত্ব, মূল্যবৃদ্ধি… আমাদের দেশ অন্যায়ের পথে এত দ্রুত গতিতে এগোচ্ছে। তবে আমাদের নিজেদের অধিকার বুঝে নিতে হবে।” শেষপাতে ফুটে ওঠে কংগ্রেসকে ভোট দেওয়ার কথা। সত্যিই কি এই কথাগুলো রণবীর সিংয়ের?
আজ্ঞে না! আমির খানের (Aamir Khan) মতো রণবীর সিংও ডিপফেক ভিডিওর শিকার। সম্প্রতি বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’-এরও এরকমই একটি ডিপফেক ভিডিও ভাইরাল হয়েছিল নেটপাড়ায়। যা দেখে গ্ল্যামার দুনিয়া তো বটেই এমনকী রাজনৈতিক মহলের অন্দরেও ঝড় বয়ে যায়। বুধবার খর থানায় এফআইআর দায়েরও করা হয়েছে আমিরের তরফে। তাঁর মুখপাত্র জানান, বিগত ৩৫ বছরের কেরিয়ারে আজ অবধি কোনও রাজবনৈতিক দলের আমির খান কথা বলেননি। এবার সেই একইরকমভাবে ডিপফেক ভিডিওর শিকার রণবীর সিংও। এবার তিনি কী পদক্ষেপ নেন, সেটাই দেখার।
Vote for न्याय
Vote for Congress— Sujata Paul – India First (Sujata Paul Maliah) (@SujataIndia1st)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.