Advertisement
Advertisement

Breaking News

Tanvi The Great

বিজেপি শাসিত দিল্লি-মধ্যপ্রদেশে করমুক্ত ‘তানভি দ্য গ্রেট’, কী বলছেন অনুপম খের?

সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও এই ছবি দেখে প্রশংসা করেছেন।

After Madhya Pradesh, Anupam Kher's Tanvi The Great declared tax-free in Delhi
Published by: Sandipta Bhanja
  • Posted:July 23, 2025 8:21 pm
  • Updated:July 23, 2025 8:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ দু’ দশক বাদে পরিচালকের আসনে অনুপম খের। প্রবীণ অভিনেতা পরিচালিত ‘তানভি দ্য গ্রেট’ ছবিটি নিয়ে সাম্প্রতিককালে বেশ চর্চা জারি। মুক্তির পর থেকে প্রশংসাও কুড়োচ্ছে দর্শকমহলে। সিনেসমালোচকরাও ‘পরিচালক’ অনুপমের মার্কশিটে ভালো নম্বর বসিয়েছেন। এবার খবর, দুই বিজেপি শাসিত রাজ্যে করমুক্ত করা হল ‘তানভি দ্য গ্রেট’ ছবিটিকে। স্বাভাবিকভাবেই পরিচালক হিসেবে উচ্ছ্বসিত অনুপম খের।

Advertisement

মঙ্গলবারই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ‘তানভি দ্য গ্রেট’ সিনেমাকে করমুক্ত করার ঘোষণা করেছেন। তার চব্বিশ ঘণ্টা বাদেই দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও সেই একই পথে হেঁটে অনুপম পরিচালিত সিনেমাকে করমুক্ত ঘোষণা করেন। সোশাল মিডিয়ায় এই ছবির ভূয়সী প্রশংসা করে রেখার মন্তব্য, “আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, দিল্লি সরকার ‘তানভি দ্য গ্রেট’ ছবিটিকে রাজ্যে করমুক্ত ঘোষণা করেছে। তানভি এক বিশেষ ক্ষমতাসম্পন্ন তরুণী সমস্ত প্রতিকূলতা পেরিয়ে কীভাবে নিজের লক্ষ্যভেদ করে। এই ছবি সেই গল্পই দেখায়। যা সকলের জন্য ভীষণ অনুপ্রেরণামূলক। এহেন ছবি দেশপ্রেমের প্রতীক। আর আমরা রাষ্ট্রসেবার চেতনাকে আরও শক্তিশালী করতে এহেন সিনেমার প্রচার করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

২২ জুলাই মধ্যপ্রদেশে ‘তানভি দ্য গ্রেট’-এর স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। সেখানেই সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব অনুপম খের পরিচালিত ‘তানভি দ্য গ্রেট’ ছবিটিকে করমুক্ত করার ঘোষণা করেন। বিশেষ ক্ষমতাসম্পন্ন তরুণীর মর্মস্পর্শী কাহিনি তাঁর মনকেও ছুঁয়েছে। দুই রাজ্যে করমুক্ত হওয়ার ঘোষণায় বেশ উচ্ছ্বসিত অনুপম খের। দিল্লি এবং মধ্যপ্রদেশ, দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রবীণ অভিনেতা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

প্রসঙ্গত, কান ফিল্ম ফেস্টিভ্যালের বিশেষ সিনেবিভাগে প্রদর্শিত হওয়ার পর থেকেই অনুপম পরিচালিত এই সিনেমা নিয়ে দর্শকমহলে কৌতূহলের অন্ত নেই। বিশ্বের বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসা কুড়িয়ে সম্প্রতি রাষ্ট্রপতিভবনেও দেখানো হয়েছে ‘তানভি দ্য গ্রেট’। এক বিশেষ ক্ষমতাসম্পন্ন তরুণীর দেশের হয়ে লড়াই করার স্বপ্নের গল্প দেখে মুগ্ধ হয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। এবার দেশের একাধিক রাজ্যে করমুক্ত ‘তানভি দ্য গ্রেট’।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement