সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ যা চান, তা পেয়েই থাকেন। তা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিতে সিমরণই হোক কিংবা ‘কুছ কুছ হোতা হ্য়ায়’ তে অঞ্জলি। প্রেমিকা থেকে খাবার সবাই জব্দ শাহরুখের কাছে! ভাবছেন, প্রেমিকা তো বুঝলাম। কিন্তু খাবারের নেপথ্যের গপ্পোটা কী?
সোমবার টুইটারে #AskSRK শুরু করেছিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। সেখানেই শাহরুখকে এক নেটিজেন জিজ্ঞেস করে বসলেন, আপনি খেয়েছেন? শাহরুখ মজা করে নেটিজেনকে উত্তর দেন, আপনি কী সুইগি নাকি! খাবার পাঠিয়ে দিন।
শাহরুখের এই মজার টুইট নজরে পড়েছে সুইগিং সংস্থার। সঙ্গে সঙ্গে টুইটে সুইগির তরফ থেলে লেখা হল, আমরা সুইগি, ডিনার পাঠিয়ে দেব! তবে টুইটারে শুধু উত্তর দিয়েই ক্ষান্ত থাকেনি এই সংস্থা। বরং রাতারাতিই শাহরুখের বাড়ি মন্নতের সামনে হাজির হয়েছে সুইগির ৭ ডেলিভারিবয়। সঙ্গে অবশ্য়ই ডিনার। সেই ছবি টুইট করেও শাহরুখকে জানানো হয়েছে!
hum swiggy wale hai aur hum dinner leke aagaye 🥰
— Swiggy (@Swiggy)
অন্যদিকে #AskSRK-এ এক নেটিজেন শাহরুখকে সোজাসুজি জিজ্ঞেস করে বসলেন, আপনি কি সিগারেট খাওয়া ছেড়েছেন? উত্তরে এসআরকে এমন এক গুগলি দিলেন যা দেখে একেবারে হতবাক নেটিজেন। শব্দের খেলায় শাহরুখ জানালেন, হ্যাঁ, সে মিথ্যে বলছে… চারিদিকে ধুয়ো এবং হাতে তাঁর ক্যানসার হওয়ার কাঠি!”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.