সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রশ্মিকা মন্দানা, ক্যাটরিনা কাইফের পর এবার ডিপফেক ভিডিওর শিকার আলিয়া ভাট (Alia Bhatt)। নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে কাপুরদের বউমার বিকৃত সব ছবি! যা দেখে অনুরাগীরাও রে রে করে উঠেছেন। সদ্য ফিল্মফেয়ার ওটিটি অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ডার্লিং আলিয়া। তার পরই ডিপফেক ভিডিওর (Deep Fake Video) শিকার অভিনেত্রী!
ভাইরাল ওই ভিডিওতে স্বল্পপোশাকে বিছানায় দেখা গিয়েছে আলিয়াকে। ক্যামেরার দিকে তাকিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গী করছেন। যদিও সেই বিকৃত ভিডিওতে নায়িকার মুখ বসানো হয়েছে। আসল ভিডিওটিতে যিনি রয়েছেন, তাঁর নাম রোজি ব্রিন। টিকটকে ওই ভিডিও ক্লিপ আপলোড করেছিলেন ওই মহিলা। তাঁর ভিডিওতেই আলিয়ার মুখ বসানো হয়েছে।
নায়িকাদের ডিপফেক ভিডিও ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। ডিপফেক এআই প্রযুক্তি দিয়ে তৈরি ভিডিও নতুন করে সাইবার ক্রাইমের প্রতি মানুষের ভয় বাড়িয়ে দিয়েছে। একের পর এক অভিনেত্রী এহেন বিকৃত প্রযুক্তির শিকার! সম্প্রতি এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন খোদ প্রধানমন্ত্রীও। এবার রশ্মিকা, ক্যাটরিনার পর আলিয়া ভাটের ডিপফেক ভিডিও ভাইরাল হতেই নেটপাড়া খুঁজে বের করল অন্য সূত্র! তাঁদের প্রশ্ন রণবীর কাপুরই কি কমন ফ্যাক্টর? রণবীরের অ্যানিম্যাল নায়িকা রশ্মিকা মন্দানার পর প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনার ডিপফেক ভিডিও প্রকাশ্যে আসে। আর এবার তো অভিনেতার স্ত্রী আলিয়া ভাট এই বিকৃত প্রযুক্তির শিকার। তাঁদের প্রশ্ন, ‘রণবীরই কমন ফ্যাক্টর?’
উল্লেখ্য, আগামী পয়লা ডিসেম্বর মুক্তি পাচ্ছে রণবীর কাপুরের অ্যানিম্য়াল। যে সিনেমার ট্রেলার ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে। উত্তেজনায় ফুটছেন সিনেদর্শকরা। তার আগেই স্ত্রী আলিয়ার এমন ডিপফেক ভিডিও ভাইরাল। অভিনেত্রী যদিও এপ্রসঙ্গে কোনওরকম মন্তব্য করেননি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.