সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যশরাজ ফিল্মসের ব্যানারে ফিল্মি কেরিয়ার শুরু করেছেন নবাগত অভিনেতা অহন পাণ্ডে। মোহিত সুরির পরিচালনায় মিউজিক্যাল লাভ স্টোরি দর্শকের মন জিতে নিয়েছে। ফের অহনকে রোম্যন্টিক হিরোর ভূমিকায় দেখতে চাইছেন দর্শক। এবার বোধহয় দর্শকের সেই আশা পূরণ হতে চলেছে।
শোনা যাচ্ছে, ফের নাকি যশরাজ ফিল্মসের ব্যানারে মোহিত সুরির পরিচালনায় রোম্যান্টিক হিরোর ভূমিকায় ধরা দেবেন অহন। ফের এক মিউজিক্যাল লাভস্টোরি নিয়ে আসবেন মোহির সুরি। সেই ছবিতেও নাকি একইভাবে ‘সাইয়ারা’র ধাঁচেই গল্প বুনবেন পরিচালক। এখান থেকে অনেকের মনেই ধারণা হয়েছে যে পরিচালক ‘সাইয়ারা’র সিক্যুয়েল বুনতে চলেছেন। খুব শীঘ্রই নাকি শুরু হবে এই ছবি নির্মাণের কাজ এবং ২০২৬ সালের মাঝামাঝি সময় মুক্তি পাবে মোহিত সুরির নতুন ছবি।
উলেখ্য, মুক্তির পরই বক্সঅফিসে নতুন রেকর্ড গড়েছিল যশরাজ ফিল্মসের ব্যানারে মোহিত সুরির ছবি ‘সাইয়ারা’। নবাগত জুটি অহন পাণ্ডে ও অনীত পাড্ডাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শক। কম সময়ের মধ্যেই এই ছবি বক্স অফিসে ৫০০ কোটির গণ্ডি পার করেছে ‘সাইয়ারা’। বক্স অফিসে ভালো ব্যবসা করার পর ওটিটি প্ল্যাটফর্মেও ম্যাজিক তৈরি করেছে। ‘সাইয়ারা’ নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরুর আগে পরিচালক মোহিত সুরি বলেছিলেন, “সাইয়ারা আমার জন্য খুব স্পেশাল একটি ছবি। এই ছবিকে দর্শক যেভাবে ভালোবাসা দিয়েছে তা সত্যিই অবিশ্বাস্য। ওটিটি প্ল্যাটফর্মে এই ছবি স্ট্রিমিংয়ের ফলে যে দর্শক এই ছবি দেখতে পাননি তাঁরাও দেখতে পাবেন। এটা সত্যিই খুব আনন্দের বিষয়।” এখন পরিচালকের আগামী ছবিতে ফের অহনকে দেখার জন্য অপেক্ষার প্রহর গোনা শুরু করেছেন দর্শক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.