Advertisement
Advertisement
Dev Subhashree

‘ধূমকেতু’র পর ফের জুটি বাঁধবেন? প্রাক্তন শুভশ্রীর প্রশংসা করে দেব বললেন, ‘আমরা পরস্পরকে…’

শুভশ্রীর সংসার-কেরিয়ার নিয়ে কী জানালেন দেব?

Ahead of Dhumketu release Dev on Subhashree Ganguly
Published by: Sandipta Bhanja
  • Posted:July 23, 2025 6:28 pm
  • Updated:July 23, 2025 6:31 pm   

শম্পালী মৌলিক: এখনও পর্যন্ত দেব-শুভশ্রী জুটির শেষ ছবি ‘ধূমকেতু’। নয় বছর আগে মুক্তি পাওয়ার কথা ছিল যে ছবির, অবশেষে আইনি জটিলতা কাটিয়ে ১৪ আগস্ট প্রেক্ষাগৃহের আলো দেখতে চলেছে সেই সিনেমা। মাঝে দীর্ঘ সময় পেরলেও টলিউডের এই প্রাক্তন জুটিকে পর্দার দেখার জন্য সিনেপ্রেমীদের উন্মাদনায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি! আগামিতেও কি পর্দায় একসঙ্গে পাওয়া যাবে দেব-শুভশ্রীকে? সংবাদ প্রতিদিন-এর মুখোমুখি হয়ে সেকথাই ফাঁস করলেন টলিউড সুপারস্টার।

Advertisement

বিগত দেড় দশকে ‘পরাণ যায় জ্বলিয়া রে’ থেকে ‘রোমিও’, ‘চ্যালেঞ্জ’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’-এর মতো একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছে দেব-শুভশ্রী জুটি। তবে ‘ধূমকেতু’তেই শেষবারের মতো পর্দায় রোম্যান্স করেছেন তাঁরা। আর সেই সিনেমা নিয়েই দুই সুপারস্টার অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে! কারণ, দেব-শুভশ্রী যে একসময়ে প্রেমের সম্পর্কে ছিলেন, সেকথা কারও অজানা নয়। তবে পরবর্তীতে সেই সমীকরণ বদলেছে। স্বামী রাজ চক্রবর্তী এবং দুই সন্তান নিয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সুখের ঘরকন্না। অন্যদিকে বর্তমানে রিল-রিয়েল দুই পরিসরেই দেব-রুক্মিণী হিট। তবে ‘গৃহপ্রবেশ’ মুক্তির প্রাক্কালে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছিলেন খোদ দেব। অনুরাগীদের আবদার মেনে ভবিষ্যতে কি দেব-শুভশ্রী জুটিকে পাওয়া যাবে? সুপারস্টার সাংসদের কাছে প্রশ্ন রেখেছিল সংবাদ প্রতিদিন। দেব বললেন, “দেখো সময়, আবার বলছি। আমরা পরস্পরকে শেষ আট-দশ বছর দেখিইনি। একটা-দুটো অনুষ্ঠান বা একটা অ্যাওয়ার্ড শোতে দেখা হয়েছে। যেটায় আমি জানতামই না ওকে অ্যাওয়ার্ড দেব।” এখানেই অবশ্য শেষ নয়! প্রাক্তনের ভরা সংসার দেখে বেজায় খুশি দেবও।

কথাবার্তা হয় দু’জনের? এপ্রসঙ্গে টলিউড সুপারস্টারের মন্তব্য, “না বললেই চলে। আমরা একে-অপরের প্রতি শ্রদ্ধাশীল। সোশাল মিডিয়ায় দেখি, ওঁর কাজগুলো নিয়ে চর্চা হয়। দারুণ কাজ করছে শুভশ্রী। ওঁর শেষ ছবিটা দারুণ চলেছে। সংসার এবং কেরিয়ার দুটোই দারুণ ব্যালেন্স করছে। যেটা একজন মেয়ের জন্য সহজ নয়। ওর জন্য অনেক শুভেচ্ছা রইল। আরও উন্নতি করুক। শান্তিতে থাকুক। সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।” নতুন করে ‘ধূমকেতু’ দেখে শুভশ্রীর প্রশংসায় পঞ্চমুখ তিনি। জানিয়েছেন, “এটা ওর করা অন্যতম সেরা অভিনয়।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ