Advertisement
Advertisement
Hrithik Roshan

সিক্ত পেশিতে যৌবনের ঝলকানি! একান্নর ‘যুবক’ হৃতিক আগুন ধরালেন শার্টলেস অবতারে

'ওয়ার ২' ছবির জন্য কেমন ছিল হৃতিকের প্রস্তুতি?

Ahead of War 2 release Hrithik Roshan's pool workout video viral
Published by: Sandipta Bhanja
  • Posted:August 9, 2025 10:48 am
  • Updated:August 9, 2025 12:15 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের ‘গ্রিক গড’ কি আর তাঁকে সাধে বলা হয়? একবার ‘শার্টলেস’ হলেই মূর্চ্ছা যান কাশ্মীর টু কন্যাকুমারীর সুন্দরীরা। বিদেশের মাটিতেও তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়! কেরিয়ারের গোড়া থেকেই অভিনয়ের জন্য তিনি যত না বেশি চর্চায়, তার থেকেও বেশি চর্চিত তাঁর গ্রিক ভাস্কর্যের মতো চেহারার গড়নের জন্য। প্রতিবার, প্রতিটা সিনেমার জন্য নিজেকে ভেঙে-গড়ে দর্শক-অনুরাগীদের সারপ্রাইজ দেন। ‘ওয়ার ২’ রিলিজের প্রাক্কালেও তার ব্যতিক্রম হল না।

Advertisement

খালি গায়ে পুলের জলে ভেজা শরীর নিয়ে যেই না ক্যামেরায় ধরা দিলেন এক লহমার জন্য থমকে গেল ভক্তদের হৃদস্পন্দন। সুপারস্টারের পিঙ্গল চোখ, সুন্দর মুখ ছেড়ে তাঁর বাইসেপসের প্রেমে পড়লেন লাখো ভারতীয় তরুণী। বয়স ৫০ পেরিয়েছে। পাক ধরেছে চুলে, দাড়িতে। কিন্তু তাঁর পাথর খোঁদাই করা চেহারার দৌলতে পাওয়া ‘গ্রিক গড’ তকমায় মরচে পড়তে দেননি নায়ক। শেষ সিনেমা ফাইটার-এর ক্ষেত্রেও পেশিবহুল চেহারায় ধরা দিয়ে মুগ্ধ করেছিলেন। এবার ‘ওয়ার ২’-এর ক্ষেত্রেও তার অন্যথা হল না। শরীর তাঁর কাছে মন্দিরের মতো। আর সেটাই গোড়া থেকে মেনে চলেন। কড়া শরীরচর্চা, জিমে ঘাম ঝরানোর পাশাপাশি ব্যালেন্সড ডায়েট আর রোজকার রুটিনমাফিক অভ্যেসের দৌলতেই এহেন চেহারার অধিকারী হয়েছেন হৃতিক রোশন। শুক্রবার গভীর রাত থেকেই নেটভুবনে ঝড় তুলে দিয়েছেন পঞ্চাশোর্ধ্ব বলিউড সুপারস্টার।

‘ওয়ার ২’ ছবির জন্য তাঁর এহেন কঠোর প্রস্তুতির ঝলক দেখাল পারপস স্টুডিও। যেখানে বছরের পর বছর ধরে শরীরচর্চা করেন হৃতিক। সেই স্টুডিওর তরফেই হৃতিকের শার্টলেস অবতারের ভিডিও বাগ করে নেওয়া হয়েছে। ক্যাপশনে লেখা- শুধু হৃতিক এবং তাঁর নিষ্ঠা। বহু বছর ধরেই আমরা হৃতিকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আর ওঁর কাছ থেকে শিখেছি কীভাবে নিষ্ঠা সহকারে জীবনচর্যার নৌকা বাইতে হয়। এদিকে ‘ওয়ার ২’-এর ট্রেলার, গানের ঝলক দেখে ইতিমধ্যেই কৌতূহলের পারদ চড়েছে। এবার শার্টলেস অবতারে আগুন ধরালেন হৃতিক রোশন। যা দেখে অনুরাগীদের ভবিষ্যদ্বাণী, ‘এই ছবি ব্লকবাস্টার হবেই।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ