Advertisement
Advertisement
Ahona Dutta

‘শাড়িটাও পরা যায় অশ্লীলভাবে…’, অহনার মন্তব্য উসকে দিল মমতাশঙ্কর বিতর্ক?

অহনার ইঙ্গিতপূর্ণ মন্তব্যের নিশানায় কে?

Ahona Dutta's post garners attention
Published by: Sandipta Bhanja
  • Posted:October 7, 2025 8:33 pm
  • Updated:October 7, 2025 8:33 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাড়ির আঁচল নিয়ে মন্তব্য করে সাম্প্রতিক অতীতে নেটপাড়ার রোষানলে পড়েছিলেন মমতা শঙ্কর! একবছর আগে বর্ষীয়ান অভিনেত্রীর শাড়ি পরার নিদান দেওয়া নিয়ে নেটপাড়ায় কার্যত ‘খাপ পঞ্চায়েত’ বসিয়েছিলেন নীতি পুলিশেরা! তারকাদের কেউ মমতা শঙ্করের পক্ষ নিয়ে কথা বলেছিলেন, একাংশ আবার বিপক্ষে দাঁড়িয়ে অভিনেত্রীর চুলচেরা বিশ্লেষণ নিয়ে মন্তব্য করেছিলেন! এবার এক ইঙ্গিতপূর্ণ মন্তব্যে সেই অতীত বিতর্ক উসকে দিলেন অহনা দত্ত।

Advertisement

ছোটপর্দার খলনায়িকা ‘মিশকা’র দারুণ জনপ্রিয়তা। অনুরাগের ছোঁয়া সিরিয়ালের সুবাদেই দর্শকমহলে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। সোশাল পাড়ায় তাঁর প্রতিটা গতিবিধিতে নজর থাকে অনুরাগীদের। এবার তাঁর শাড়ি পরা ছবির ক্যাপশন দেখে মমতা শঙ্করের কথা মনে পড়ল একাংশের। পুজোর সাজে একটি ছবি ভাগ করে নিয়েছিলেন অহনা। পরনে নীল শাড়ি। স্লিভলেস ব্লাউজ। সোনার গয়নায় অহনা যেন মোহময়ী। তবে নেটপাড়ার নজর পড়ে তাঁর ক্যাপশনে। কী এমন লেখা ছিল তাতে? অহনা লিখেছেন, ‘নিজের সাজ নিজের রুচির পরিচয় দেয়, শাড়িটাও পরা যায় অশ্লীলভাবে। আবার অনেক সময় শর্ট ড্রেসও ভদ্রতা শিখিয়ে যায়!’

অভিনেত্রীর এহেন মন্তব্যে অনেকেই কৌতূহল প্রকাশ করেছেন যে, তাঁর নিশানায় কে? যদিও অহনা নিরুত্তর তবে একাংশের অনুমান, মা চাঁদনী গঙ্গোপাধ্যায়কে বিঁধেই হয়তো এহেন মন্তব্য! প্রসঙ্গত, এযাবৎকাল মা-মেয়ের দ্বন্দ্ব একাধিকবার চর্চার শিরোনামে বিরাজ করেছে। এখনও পর্যন্ত কথা বন্ধ দু’ পক্ষের। তাহলে শাড়ি পরা নিয়ে এহেন তির্যক মন্তব্য কি মায়ের উদ্দেশেই? উঠছে প্রশ্ন।

প্রসঙ্গত মমতা শঙ্কর গতবছর এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আজকাল যেমন হয়েছে যে শাড়ি পরব কিন্তু আমার আঁচলটা ঠিকমতো থাকবে না। আগে আমরা যেরকম বলতাম রাস্তার মেয়ে, ক্ষমা করবেন বলছি বলে। যারা ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে থাকে বলতাম, তাঁরা ওরকম ভাবে দাঁড়াত। কিংবা যদি গ্রামে কাজ করতে করতে শাড়ি সরে যেত। সেটা কোনও দোষের ছিল না। এরা মানুষকে আকর্ষিত করার জন্য করত, তাঁদেরও আমি শ্রদ্ধা করছি। তাঁরা তাঁদের পেশার জন্য এমনটা করছে। কিন্তু আজকাল যাঁরা বিনা কারণে ওরকমভাবে শাড়ি পরেন, তারপর লোক কিছু বললে রেগে যান, মেয়েদের নিচু করা হচ্ছে!” নিজের এই মন্তব্যের প্রেক্ষিতেই গতবছর তুমুল সমালোচিত হন বর্ষীয়ান অভিনেত্রী। এবার তেমন মন্তব্য করেই মমতাশঙ্কর বিতর্ককে উসকে দিলেন অহনা দত্ত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ