Advertisement
Advertisement
Aishwarya Rai Bachchan

ঐশ্বর্যর গাড়িতে পিছন থেকে সজোরে ধাক্কা বাসের! বচ্চন পরিবারে বড়সড় দুর্ঘটনা

পরিস্থিতি সামাল দিতে রাস্তায় ঐশ্বর্য রাই বচ্চনের নিরাপত্তারক্ষীরা।

Aishwarya Rai Bachchan met car accident in Mumbai: Reports
Published by: Sandipta Bhanja
  • Posted:March 26, 2025 6:30 pm
  • Updated:March 26, 2025 7:14 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বচ্চন পরিবারে বড়সড় অঘটন! পথদুর্ঘটনার শিকার বউমা ঐশ্বর্য রাই বচ্চন। জানা গিয়েছে, বুধবার অভিনেত্রীর গাড়িতে পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে একটি বাস। ক্ষয়ক্ষতির পরিমাণ আপাতত জানা না গেলেও যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা গেল দুর্ঘটনার জেরে মুম্বইয়ের রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঐশ্বর্যর নিরাপত্তারক্ষীরা ময়দানে নেমেছেন।

Advertisement

বলিউড মাধ্যম সূত্রে খবর, ঘটনার আকস্মিকতায় খানিক হতভম্ব হলেও ঐশ্বর্য সম্পূর্ণ সুস্থ রয়েছেন। অভিনেত্রী কোনওরকম চোট পেয়েছেন বলেও জানা যায়নি। মুম্বইয়ের খ্যাতনামা ফটোশিকারি বারিন্দর চাওলার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পোস্ট থেকেই দুর্ঘটনাস্থলের ভিডিও প্রকাশ্যে আসে। সেখানেই দেখা গেল, মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় আচমকাই একটি লাল বাস এসে ঐশ্বর্য রাই বচ্চনের গাড়ির পিছনে ধাক্কা মারে। তৎক্ষণাৎ তাঁর দেহরক্ষীরা গাড়ি থেকে বেরিয়ে আসেন। গাড়ির পিছনের অংশে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটা দেখার পাশাপাশি বাসের চালকের সঙ্গেও কড়াভাবে কথা বলতে দেখা যায় তাঁদের। এর পরই ঐশ্বর্যর গাড়ি সেখান থেকে বেরিয়ে যায়।

এদিকে বলিউডের সুপারস্টার নায়িকার গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে, খবর ছড়াতেই কিছুক্ষণের জন্য থমকে যায় মায়ানগরীর ওই সড়ক। একের পর এক গাড়ি দাঁড়িয়ে পড়ে। যার ফলে যানজটের সৃষ্টি হয়। যদিও ওই বাস চালকের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ করা হয়েছে কিনা, সেই খবর এখনও পাওয়া যায়নি। এপ্রসঙ্গে কোনওরকম প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী কিংবা বচ্চন পরিবারের কেউই।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ