সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্রেঞ্চ রিভেরাঁর অভিজাত গালিচায় একমাথা সিঁদুর পরে এসে ঐশ্বর্য রাই বচ্চন বুঝিয়ে দিয়েছিলেন, ডিভোর্স নিয়ে নিন্দুকরা যতই চর্চা, সমালোচনা জারি রাখুক, তাঁর সিঁথির সিঁদুর অক্ষয় রয়েছে। এবার কান থেকে ফিরে প্রকাশ্যেই স্বামী অভিষেক বচ্চনের উদ্দেশে প্রেম জাহির করতে দেখা গেল বিশ্বসুন্দরীকে! আর বচ্চনবধূর সেই ‘কীর্তি’ই আপাতত নেটভুবনে ভাইরাল!
কান ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচায় পয়লা দিনেই সিঁদুরে সিঁথি রাঙিয়ে নিন্দুকদের ‘খামোশ’ করে দিয়েছেন বচ্চনবধূ। এহেন মাস্টারস্ট্রোকেই ‘এক ঢিলে দুই পাখি’ মেরেছেন ঐশ্বর্য রাই বচ্চন। অভিনেত্রীর সিঁদুর দেখে কারও অনুমান, তিনি ডিভোর্স জল্পনায় জল ঢেলেছেন। আবার একাংশের মত, অপারেশন সিঁদুরকে শ্রদ্ধার্ঘ্য জানাতেই বচ্চনবধূর এহেন পদক্ষেপ। এককথায়, বিদেশের মাটিতে দেশের সংস্কৃতিকে সঙ্গী করে কান কার্পেটের সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছিলেন ঐশ্বর্য। পরনে দুধসাদা ও সোনালি-রুপোলি জরির মিশেলে মনীশ মালহোত্রার তৈরি ডিজাইনার বেনারসি শাড়ি। গলায় রুবি পাথরের হার। তাঁর রাজকীয় রূপে বলিমহল তো বটেই এমনকী পশ্চিমী বিনোদুনিয়ার পাপারাজ্জিরাও মন্ত্রমুগ্ধ। বচ্চনদের বউমার সিঁথিতে সিঁদুর দেখে নিশ্চিন্ত অনুরাগীরাও। তার পর থেকে নিত্যদিন চর্চার শিরোনামে বচ্চনদের বউমা। এবার কান-এর সাজপোশাকের নেপথ্যের ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী। যেখানে দেখা গেল, মনীশ মালহোত্রা কীভাবে তাঁর কাস্টমমেড বেনারসী শাড়ি তৈরি করেছেন। আর সেই ভিডিওর নেপথ্যেই ঐশ্বর্য জুড়ে দিয়েছেন ‘গুরু’ সিনেমার গান। যে ছবি থেকেই তাঁর প্রেমের শুরুয়াত।
View this post on Instagram
শোনা যায়, ‘উমরাওজান’ সিনেমায় অভিনয় করাকালীনই অভিষেক-ঐশ্বর্যর একে-অপরের প্রতি ভালোলাগা তৈরি হয়েছিল। আর ‘গুরু’ ছবির প্রোমোশনের সময় থেকে তাঁদের প্রেমের উড়ান শুরু হয়। সেসময়েই নাকি অভিনেত্রীকে প্রেম নিবেদন করেন জুনিয়ার বচ্চন। আর কান থেকে ফিরে সেই সিনেমার গানই যখন নিজের ভিডিওর জন্য বেছে নিলেন অভিনেত্রী, তখন অনুরাগীদের অনুমান, ঐশ্বর্য বুঝি নতুন করে অভিষেকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.