সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এআই-এর সাহায্যে তৈরি ঐশ্বর্য রাই বচ্চনের বিভিন্ন অন্তরঙ্গ ছবি নেটপাড়ায় ঘুরছে! বিষয়টি সম্পর্কে অবগত হতেই আদালতের দ্বারস্থ হলেন বচ্চনবধূ। দিল্লি হাইকোর্টের নজরে বিষয়টি এনে আবেদন করেছেন ঐশ্বর্য।
ঐশ্বর্যর দাবি, এই ছবি আসল নয়। তা এআই দিয়ে বানানো। এমন ছবি ব্যবহারের অনুমতি তিনি কোনওভাবেই দেননি। কেবল তাঁরই নয়, বর্তমানে সোশাল মিডিয়ায় যেভাবে বহু অভিনেত্রীরই ছবি ব্যবহার করে বিজ্ঞাপন করার প্রবণতা বেড়েছে বিভিন্ন ই-কমার্স সংস্থাগুলির মধ্যে , তারও প্রতিবাদ করে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানিয়েছেন ঐশ্বর্য।
অভিযোগ, ঐশ্বর্যর ছবি ব্যবহার করে তৈরি করা হচ্ছে কফি মগ, টি-শার্টের মতো নানা সামগ্রী। একই সঙ্গে নায়িকার নানা বিকৃত অন্তরঙ্গ ছবি এইআই দিয়ে তৈরি করে তা সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ঐশ্বর্যর আইনজীবী আদালতে সমস্ত নথি আদালতে জমা দিয়ে কোনওরকম অসৎ উদ্দেশ্যে যাতে অভিনেত্রীর ছবি ব্যবহার না করা হয় সেই বিষয়ে পদক্ষেপ করার আর্জি জানিয়ে আবেদন করেছেন।
তবে এই প্রথম নয়। এর আগে গত নভেম্বরে এই একই সমস্যায় জর্জরিত হয়েছিল বচ্চন পরিবার। এর আগে অমিতাভ বচ্চনের সঙ্গেও একই ঘটনা ঘটেছিল। দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অমিতাভ। এরপর বিনা অনুমতিতে অমিতাভের কণ্ঠস্বর কিংবা ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। তবে এই ঘটনা নতুন কিছু নয়। এআই’র ব্যবহার শুরুর পর থেকেই বহু তারকা থেকে জনপ্রিয় ব্যক্তিত্বকে নিয়ে নানা ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে সোশাল মিডিয়ায়। এই নিয়ে প্রতিবাদ জানিয়েছেলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাম্প্রতিককালে স্বনামধন্য সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালের এআই দিয়ে বানানো আপত্তিকর ছবি ছড়িয়ে পড়েছিল সোশাল মিডিয়ায়। অন্যদিকে সম্প্রতি সোচ্চার হয়েছিলেন সোনাক্ষী সিনহা। অনুমতি ছাড়া তাঁর ছবি ই-কমার্স সংস্থাগুলি ব্যবহার করায় বেজায় চটেছিলেন নায়িকা। এবার ক্ষোভে ফেটে পড়েছেন একই ঘটনায় ঐশ্বর্য রাই বচ্চন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.