Advertisement
Advertisement
Ajogya

বিশ্ববাংলা গেটে চমক ঋতুপর্ণা-প্রসেনজিতের, ‘অযোগ্য’র অভিনব প্রচার

এই প্রথমবার বিশ্ববাংলার গগনচুম্বী গেটে দেখানো হচ্ছে কোনও সিনেমার ঝলক।

Ajogya glipms showing at Biswa Bangla gate, Prosenjit-Rituparna shares
Published by: Sandipta Bhanja
  • Posted:June 5, 2024 10:32 pm
  • Updated:June 5, 2024 10:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৭ জুন প্রেক্ষাগৃহে আসছে ‘অযোগ্য’ (Ajogya)। তার প্রাক্কালেই সিনেমার প্রচারে ব্যস্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত (Prosenjit, Rituparna)। জুটির পঞ্চাশতম সিনেমা। আর তাই সিনেমার নামেই মতোই অভিনব সব প্রচার কৌশল। বিশ্ববাংলা গেটে চমক দিল টিম ‘অযোগ্য’।

Advertisement

এই প্রথমবার বিশ্ববাংলার গগনচুম্বী গেটে দেখানো হচ্ছে কোনও সিনেমার ঝলক। আর এই অভিনব উদ্যোগটা সম্ভব হল ঋতুপর্ণা-প্রসেনজিতের ছবির হাত ধরে। সেই ঝলকের ক্যামেরাবন্দি মুহূর্ত নিজেরাও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন জুটিতে। সেই ভিডিওতেই দেখা গেল, বিশ্ব বাংলা গেটে ফুটে উঠেছে ‘অযোগ্য’ ছবির প্রসেন আর পর্ণাকে। এহেন অভিনব প্রচারে খুশি অনুরাগীরাও।

দিন কয়েক আগে, আইপিএল চ্যাম্পিয়ন নাইট বাহিনীকে শুভেচ্ছা জানাতে গিয়েও অভিনব কৌশল প্রয়োগ করেছিলেন বুম্বা-ঋতুরা। কলকাতা নাইট রাইডার্স-এর সাফল্যে ‘অযোগ্য’ টিমের তরফে শেয়ার করা হয়েছিল এক বিশেষ পোস্টার। যেখানে লেখা ছিল- “কলকাতার যোগ্য ক্রিকেট টিমকে অযোগ্য টিমের শুভেচ্ছা।” আর সেই অভিনব শুভেচ্ছাবার্তাই নজর কেড়েছিল অনুরাগীদের। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির পঞ্চাশতম ছবির জন্য শুভেচ্ছাও উপচে পড়েছে।

প্রসঙ্গত, কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘অযোগ্য’র (Ajogya) ট্রেলারেই ইঙ্গিত মিলেছে যে, এই ছবি সম্পর্কের জটিল ধাঁধা নিয়ে। যেখানে শৈশবের বন্ধুত্ব-প্রেম পেরিয়ে দাম্পত্যের অন্য সমীকরণ দেখা গিয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম প্রসেন, ঋতুপর্ণা রয়েছেন পর্ণার চরিত্রে। আর শিলাজিৎকে দেখা যাবে পর্ণার স্বামী রক্তিমের ভূমিকায়।

[আরও পড়ুন: অযোধ্যায় বিজেপি হারতেই বিপাকে সোনু নিগম! ‘তিতিবিরক্ত’ হয়ে নিলেন বড় সিদ্ধান্ত]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

প্রসেনজিৎ-ঋতুপর্ণা (Prosenjit-Rituparna) জুটি মানেই বক্স অফিস বাম্পার। উত্তম-সুচিত্রা জুটির পরই বাংলা সিনেমার দর্শকদের মনে তাঁদের স্থান। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত জুটি ৫০ তম ছবিটি তৈরি করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ইতিমধ্য়েই এই ছবির ঝলক দেখেছেন অনুরাগীরা। আগামী ৭ জুন প্রেক্ষাগৃহে আসার অপেক্ষায়। তবে এবার নতুন খবর হল, ‘অযোগ্য’র পর ফের কৌশিকের নতুন ছবিতে জুটি বাঁধতে চলেছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা! টলিপাড়ায় সূত্রের খবর, প্রযোজক সংস্থা নন্দী পিকচার্সে পরের ছবিতেই নাকি কৌশিক, ঋতুপর্ণা ও প্রসেনজিৎ একসঙ্গে কাজ করবেন। এই প্রযোজনা সংস্থার ব্যানারেই তৈরি হচ্ছে ঋতুপর্ণার ‘ম্যাডাম সেনগুপ্ত’। তবে এখনই এই ছবি নিয়ে বিস্তারিত জানাতে নারাজ ছবির টিম। মুখে কুলুপ এঁটেছেন ঋতুপর্ণা, প্রসেনজিৎ, কৌশিকরা।

[আরও পড়ুন: ‘রামের নামে পাপ! ঈশ্বর আছে’, অযোধ্যায় বিজেপি ‘গো হারা’ হারতেই বিস্ফোরক স্বরা]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement