Advertisement
Advertisement
Akshay Kumar

জয়ার ‘বিশ্রী-ফ্লপ ছবি’ কটাক্ষের বিরুদ্ধে অক্ষয়ের তোপ, ‘সমালোচক কোনও মূর্খই হবেন…’

অক্ষয়ের ছবির নাম নিয়ে বেজায় আপত্তি রয়েছে অমিতাভ ঘরনির।

Akshay Kumar breaks silence on criticism after Jaya Bachchan mocks Toilet: Ek Prem Katha

ছবি সংগৃহীত

Published by: Manasi Nath
  • Posted:April 11, 2025 4:48 pm
  • Updated:April 11, 2025 5:39 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতমাসেই অক্ষয় কুমার ও ভূমি পেড়নেকর অভিনীত ‘টয়লেট: এক প্রেম কথা’ ছবিটিকে তীব্র আক্রমণ করেছিলেন রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন। ছবির নাম নিয়ে বেজায় আপত্তি তোলেন অমিতাভ ঘরনি। ক্ষোভপ্রকাশ করে বর্ষীয়ান অভিনেত্রী বলেন, ‘টয়লেট: এক প্রেম কথা’ বিশ্রী-ফ্লপ ছবি। অবশেষে একমাস পর সেই ঘটনার প্রতিবাদে মুখ খুলেছেন ছবির নায়ক অক্ষয় কুমার।

Advertisement

বর্ষীয়ান অভিনেত্রীর নাম না করেই বিস্ফোরক অক্ষয়। অভিনেতার দাবি, “আমার মনে হয় না ‘টয়লেট: এক প্রেম কথা’র মতো ছবির কেউ সমালোচনা করতে পারেন। তাও যদি কেউ সমালোচনা করে থাকেন সেই সমালোচক কোনও মূর্খই হবেন নিশ্চয়।” এভাবেই জয়ার কটাক্ষের জবাব দিয়েছেন অক্ষয়।

সম্প্রতি নিজের আগামী ছবি ‘কেশরী ২’-এর প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা। সেখানেই জয়ার কটাক্ষ নিয়ে অভিনেতাকে প্রশ্ন করা হলে অক্ষয়ের সপাট জবাব, “আপনারাই বলুন না, আমি তো ‘টয়লেট: এক প্রেম কথা’র পাশাপাশি ‘এয়ারলিফ্ট’, ‘প্যাডম্যান’, ‘কেশরী’-এর মতো ছবি বানিয়েছি। এখন ‘কেশরী ২’ আসছে। এই ছবিগুলো আমি মন থেকে বানিয়েছি। এগুলো শুধুমাত্র ছবি নয়। এর মাধ্যমে আমি মানুষকে কিছু জিনিস জানাতে, বোঝাতে চেয়েছি, তাদের সচেতন করতে চেয়েছি। তাই আমার মনে হয় না কেউ এইসব ছবির সমালোচনা করতে পারেন।”

প্রসঙ্গত, ২০১৭-এ মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার ও ভূমি পেড়নেকর অভিনীত ‘টয়লেট: এক প্রেম কথা’ ছবিটি। সেসময় বক্স অফিসে সাড়াও ফেলেছিল এই মুভি। ছবিটিকে কটাক্ষ করে বর্ষীয়ান অভিনেত্রী মন্তব্য করেন, “ছবিটার নাম দেখুন। যে ছবির এমন নাম, সেই ছবি আমি কখনওই দেখতে যাব না। এটা একটা নাম হল? আপনাদের মধ্যে কতজন এমন বিশ্রী নামের ছবি দেখতে যাবেন? বিষয়টা সত্যিই খুব দুঃখজনক। এটা একেবারেই একটা অসফল ছবি।” অভিনেত্রীর এই মন্তব্য ঘিরেই বিতর্কের সূত্রপাত হয়। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ