সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই কেরিয়ারে ফ্লপের ফাঁড়া। বিগত কয়েক বছরে একার লড়াইয়ে বক্স অফিসে নম্বর তুলতে অক্ষম অক্ষয় কুমার। গত চার বছরে হিটের মুখ পর্যন্ত দেখেননি! খিলাড়ি যে কেরিয়ারে বেশ দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা তার সিনেমার ব্যবসার গ্রাফে চোখ রাখলেই বেশ বোঝা যাবে। তবে নিজের ‘ফ্লপ বাজার’ হলেও মানবসেবা থেকে নিজেকে দূরে সরিয়ে নেননি অক্ষয় কুমার। এবার বন্যাবিধ্বস্ত পাঞ্জাবে ৫ কোটি অনুদান পাঠালেন অভিনেতা।
যদিও এহেন অর্থসাহায্যকে অনুদান বলতে নারাজ অক্ষয়। খিলাড়ির কথায়, “এটা অনুদান নয়, বলুন সেবা।” প্রসঙ্গত, গত ৩৭ বছরের মধ্যে এত ভয়াবহ বন্যা দেখেনি পাঞ্জাব। লাগাতার অতিভারী বৃষ্টির জেরে জলের নিচে চলে গিয়েছে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা। লাফিয়ে বাড়ছে মৃত্যু। পরিস্থিতি এতটাই গুরুতর যে, পাঞ্জাবকে ‘বিপর্যস্ত রাজ্য’ হিসেবে ঘোষণা করেছে আপ সরকার। দিনরাত এক করে উদ্ধারকার্য চালাচ্ছে আর্মি, নেভি ও বায়ুসেনা। এমতাবস্থায় বন্যাবিধ্বস্ত পাঞ্জাবের ত্রাণ তহবিলে অর্থসাহায্য করলেন অক্ষয় কুমার। যে টাকা দুর্গতদের পুনর্বাসনের কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন তিনি।
এপ্রসঙ্গে বলিউড সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অক্ষয় কুমার বললেন, “এই বিষয়ে আমি আমার ভাবনাটা একটু ব্যাখ্যা করতে চাই। হ্যাঁ, আমি পাঞ্জাবের বন্যার্তদের ত্রাণ সামগ্রী কেনার জন্য ৫ কোটি টাকা দিচ্ছি, কিন্তু কাউকে ‘দান’ করার আমি কে? সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার সুযোগ পেলে নিজেকে ধন্য মনে করি।” অক্ষয়ের সংযোজন, “আমার জন্য, এটি সেবা। খুব ছোট একটা অবদান। আমি প্রার্থনা করি যে, পাঞ্জাবে আমার ভাইবোনদের উপর যে প্রাকৃতিক দুর্যোগ আছড়ে পড়েছে তা শীঘ্রই কেটে যাক। ঈশ্বর মঙ্গল করুন।?”
সম্প্রতি শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাও নিজের আইনি জটিলতার মাঝে তাঁর অভিনীত ‘মেহের’ ছবির পয়লা দিনের ব্যবসার পুরো অঙ্কটাই পাঞ্জাবের ত্রাণ তহবিলে দান করবেন বলে জানিয়েছেন। এদিকে বন্যা দুর্গতদের পাশে থাকতে ১০টি গ্রাম দত্তক নিয়েছেন গায়ক-অভিনেতা দিলজিৎ। খাবার, জল, প্রাথমিক চিকিৎসা ও বিভিন্ন জরুরি পরিষেবার দায়ভার তাঁর। অন্যদিকে এমি ভির্ক বন্যা কবলিত ২০০টি পরিবারের দায়িত্ব নিয়েছেন। একইসঙ্গে সোনম বাজওয়া তাঁর অনুরাগীদের কাছে আবেদন করেছেন, তাঁরা যেন বন্যাদুর্গতদের উদ্দেশে সাহায্যের হাত বাড়িয়ে দেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.