Advertisement
Advertisement
Akshay Kumar

মায়ের মৃত্যুর পর কোনও ছবিই হিট করেনি! মন্তব্য শুনে চোখে জল অক্ষয় কুমারের

এদিকে 'সেলফি' ছবি মুক্তির আগেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন অক্ষয়।

Akshay Kumar films haven't worked since his mom's death, Actor got emotional | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:February 24, 2023 7:03 pm
  • Updated:February 25, 2023 12:51 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক ছবি মুক্তি পাচ্ছে বড়পর্দায়। কিন্তু কোনও সিনেমাই সেভাবে বক্স অফিসে ঝড় তুলতে পারেনি। OTT প্ল্যাটফর্মে অভিষেক ঘটিয়েও নজর কাড়তে ব্যর্থ অক্ষয় কুমার। সম্প্রতি এক ইন্টারভিউতেও শুনতে হল সে কথা। প্রশ্নকর্তা বলেই দিলেন, মায়ের মৃত্যুর পর থেকে অভিনেতার আর কোনও ছবিই হিট করেনি। এমন বক্তব্য শুনে চোখের জল ধরে রাখতে পারেননি খিলাড়ি কুমার।

Advertisement

এমনিতে তিনি বলিউডের রাফ অ্যান্ড টাফ হিরো। ভয়ংকর সব স্টান্ট নিজেই করে থাকেন। কিন্তু প্রয়াত মায়ের কথা শুনেই আবেগপ্রবণ হয়ে পড়েন অক্ষয় (Akshay Kumar)। ভিজে যায় চোখের কোণ। তেমনই হল এক সাক্ষাৎকারে। ২০২১ সালের ৮ সেপ্টেম্বর মা’কে হারিয়েছেন অভিনেতা। নিজের জন্মদিনের ঠিক একদিন আগে। সে প্রসঙ্গই সাক্ষাৎকারে উঠে আসতে কেঁদে ফেলেন তিনি। চোখের জল মুছতে দেখা যায় তাঁকে।

[আরও পড়ুন: পাঠানোর পরও এডিট করা যাবে মেসেজ! অতি প্রয়োজনীয় ফিচার আনছে WhatsApp]

বাড়ির একতলায় থাকতেন অক্ষয়ের মা। কাজ থেকে ফিরেই তাঁর সঙ্গে দেখা করতেন তিনি। সেসব দিন এখন অতীত। প্রশ্নকর্তা তাঁকে মনে করিয়ে দেন, তাঁর মায়ের প্রয়াণের পর কোনও সিনেমা বক্স অফিসে সেভাবে ব্যবসা করতে পারেনি। সেই মন্তব্য শুনেই চোখের জল মুছতে মুছতে অক্ষয় বলেন, “ছাড়ো, সামনের দিকে এগিয়ে চলো।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

শুক্রবারই মুক্তি পেয়েছে অক্ষয় অভিনীত ছবি ‘সেলফি’। ছবিতে রয়েছেন ইমরান হাশমিও। এর আগে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে অক্ষয়ের ‘সূর্যবংশী’, ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’, ‘রাম সেতু’র মতো ছবিগুলি। OTT প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘কাঠপুতলি’ও দর্শকদের মন জয় করতে ব্যর্থ। তবে ‘সেলফি’ মুক্তির আগেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন অক্ষয়। তিন মিনিটে ১৮৪টি সেলফি তোলার নজির গড়েছেন তিনি। তাই এবার দেখার এই ছবির হাত ধরে অক্ষয়ের ভাগ্যের চাকা ঘোরে কি না।

[আরও পড়ুন: ‘আদানি ইস্যুতে খবর করতে নিষেধাজ্ঞা চাপানো হোক’, শীর্ষ আদালতে খারিজ আইনজীবীর পিটিশন]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement