সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের পর্দায় এযাবৎকাল একাধিকবার খাকি উর্দিতে ধরা দিয়েছেন অক্ষয় কুমার। ‘ইনসাফ’, ‘পুলিশ ফোর্স: অ্যান ইনসাইড স্টোরি’,’রাওডি রাঠোর’, ‘বেবি’ থেকে ‘সূরিয়াবংশী’র মতো বহু ছবিতে রাফ অ্যান্ড টাফ পুলিশের চরিত্রে মন জয় করেছেন অভিনেতা। একথা বললেও অত্যুক্তি হয় না যে, একসময়ে বলিউডে ‘পুলিশি ড্রামা’ হলেই ডাক পড়ত খিলাড়ির। এবার সেই অভিনেতাই কিনা মহারাষ্ট্র পুলিশের বড় ‘গলদ’ ধরলেন। সেটাও আবার সটান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের কানে তুলে দিলেন!
ঠিক কী ঘটেছে? সম্প্রতি FICCI-এর ২৫তম অনুষ্ঠানে ফড়ণবিসের মুখোমুখি হয়েছিলেন অক্ষয়। খোলসা করে বললে, সেই অনুষ্ঠান সঞ্চালনার ভার পড়েছিল খিলাড়ির উপর। বরাই বাহুল্য, রসিক মেজাজে সেই আসর জমিয়ে তুলেছিলেন অভিনেতা। সেখানেই মহারাষ্ট্র পুলিশের ‘ইউনিফর্মে’র সমস্যার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রীর কাছে। তিনি জানান, আমাদের পুলিশেরা যে জুতো ব্যবহার করেন তাতে ‘হিল’ রয়েছে। আর এসব জুতো পরে দৌড়নো খুব কঠিন। আমার যেহেতু খেলাধুলায় চর্চা রয়েছে তাই হলফ করে বলতে পারি, হিলতোলা জুতো পরে দীর্ঘক্ষণ কাজ করলে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। বিশেষ করে, পিঠের যন্ত্রণা বাড়ে। যদি সম্ভব হয়, তাহলে আমাদের পুলিশদের জন্য নতুন ডিজাইনের জুতো আনুন। খেলোয়াড়রা যেমন আরামদায়ক জুতো পরেন, তেমন।
অক্ষয়ের মুখে একথা শুনে হতবাক হয়ে যান দেবেন্দ্র ফড়ণবিস! পালটা খিলাড়ির এহেন পরামর্শকে বাহবা দিয়ে তিনি বলেন, “আজ পর্যন্ত এরকম সমস্যার কথা আমাকে কেউ বলেনি। তবে তোমাকে ধন্যবাদ, তুমি বিষয়টি আমার নজরে নিয়ে এলে।” মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সংযোজন, “তুমি তো বলিউডের অ্যাকশন হিরো। তুমি জানো, দৌড়নো কিংবা দিনভর কাজ করার জন্য কীধরনের জুতো ভালো হবে। তাই তুমি যদি নতুন জুতোর ডিজাইনের ক্ষেত্রে আমাদের সাহায্য করো কিংবা আইডিয়া দাও, তাহলে অবশ্যই সেগুলো প্রয়োগ করব আমরা।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.