ছবি: সংগৃহীত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরিয়ারে দুঃসময়। হিটের খরা। বিগত চার বছর ধরে বক্স অফিসের নম্বরে পিছিয়ে রয়েছেন অক্ষয় কুমার। দেশপ্রেমে ভর করেও রেহাই পাননি! তুখড় ব্যবসা দিতে অপারগ হলেও পারিশ্রমিক কিন্তু কমাননি। বলিউড মাধ্যম সূত্রে খবর, খিলাড়ি নাকি ‘হাউসফুল ৫’ ছবির জন্যেও মোটা অঙ্কের পারিশ্রমিক হাঁকিয়েছেন। একে তারকাখচিত ছবি, উপরন্তু চোখধাঁধানো বিদেশি সব লোকেশনে শুটিং করা। অতঃপর এই সিনেমার স্টারকাস্টদের পারিশ্রমিক নিয়ে কৌতূহল থাকা অস্বাভাবিক নয়।
মঙ্গলবার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে জনৈক সাংবাদিক অক্ষয় কুমারকে জিজ্ঞেস করেছিলেন, ‘হাউসফুল ৫’ ছবির জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছেন? প্রশ্ন শুনেই অগ্নিশর্মা অক্ষয়। প্রকাশ্যে সপাট জবাব দিতেও পিছপা হননি তিনি। খিলাড়িকে মাইক হাতেই চাঁচাছোলা ভাষায় ‘তুই-তোকারি’ করে জবাব দিতে দেখা গেল। অভিনেতার মন্তব্য, “আমি যদি মোটা টাকা নিয়েও থাকি তাহলে তোকে কেন বলব? তুই আমার ভাইপো নাকি যে তোকে বলতে হবে? আমি পারিশ্রমিক নিয়েছি। খুব ভালো টাকাই নিয়েছি। সিনেমাটাও বড়সড় বাজেটে তৈরি হয়েছে। খুব মজা করেই সিনেমাটা করেছি। আজ এত খুশির দিন। তুই কি আমার বাড়িতে হানা দিবি?” খিলাড়ির চাঁচাছোলা ভাষায় এই জবাব আপাতত দুরন্ত গতিতে ভাইরাল নেটভুবনে। তবে উল্লেখ্য, ‘হাউসফুল ৫’ ছবির পয়লা ঝলক দেখেই অনুরাগীদের ভবিষ্যদ্বাণী, এবার হয়তো প্রেক্ষাগৃহে হাউসফুল বোর্ড ঝোলাতে সক্ষম হবেন অক্ষয়। কে বলতে পারে এই সিনেমার সুবাদেই হয়তো ‘ব্লকবাস্টার’-এর মুখ দেখবেন বলিউড খিলাড়ি!
View this post on Instagram
মঙ্গলবারই প্রকাশ্যে এসেছে বহু প্রতীক্ষিত ‘হাউসফুল ৫’ ছবির ট্রেলার। ঝলকের শুরু হল নানা পাটেকরের কণ্ঠ দিয়ে। রঞ্জিত ডোবরিয়াল নামে এক বিলিয়নিয়ার তাঁর একশোতম জন্মদিনে সকলকে এক প্রোমোদতরীতে আমন্ত্রণ জানান ‘উইল’ পড়ে শোনানোর জন্য। যোগ্য উত্তরাধিকারের হাতে তুলে দেবেন তাঁর এই বিপুল সম্পত্তি। কিন্তু গোল বাঁধে ছেলের নাম ‘জলি’ নিয়ে। কারণ সেই পার্টিতে আরও দুজনের নাম জলি। রঞ্জিত ডোবরিয়ালের আসল উত্তরাধিকার কে? সম্পত্তি পাওয়ার জন্য এবার শুরু হয় নানা ফন্দি-ফিকির! রোমান্স, কমেডিতে ভরপুর ‘হাউসফুল ৫’ ছবির ট্রেলার ইতিমধ্যেই বেশ প্রশংসিত হয়েছে। আগামী ৬ জুন মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ অভিনীত বহু প্রতীক্ষিত বিগ বাজেট এই সিনেমা। সেই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানেই পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.