সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাইবার হেনস্তার শিকার অক্ষয় কুমারের মেয়ে নিতারা। অনলাইনে নগ্ন ছবি চাওয়া হয় খিলাড়ি-কন্যার কাছে! শুক্রবার সাইবার সচেতনতা মূলক এক অনুষ্ঠানে যোগ দেন অভিনেতা। সেখানেই মেয়ের সঙ্গে ঘটে যাওয়া এক ভয়ানক অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন অক্ষয়।
মহারাষ্ট্রের রাজ্য পুলিশের সদর দপ্তরে ‘সাইবার সচেতনতা মাস ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার। সেখানেই সাইবার অপরাধ নিয়ে মুখ খোলেন তিনি। আর শুধু নিজের মেয়ের জন্যেই নয়, চারদিকে ঘটে যাওয়া হাজারো ঘটনার কথা মাথায় রেখে মহারাষ্ট্র প্রশাসনের কাছে নতুন আর্জি রেখেছেন অক্ষয় কুমার। ঠিক কী ঘটেছে নিতারার সঙ্গে? অভিনেতা বলেন, “ভিডিও গেম খেলছিল নিতারা। সেই গেম মারফৎ এক ব্যক্তির সঙ্গে অনলাইনে আলাপ হয় ওর। ওই ব্যক্তি আচমকাই নিতারার লিঙ্গ-পরিচয় জানতে চান। এরপর ও নিজেকে ‘মহিলা’ বলে পরিচয় দেওয়ার পরই ওই ব্যক্তির আচরণ বদলে যায়! কিছুক্ষণ বাদেই অপর প্রান্ত থেকে আমার মেয়ের নগ্ন ছবি চেয়ে বসে ওই ব্যক্তি।” তারপর?
অক্ষয় জানালেন, “আমার মেয়ে বুদ্ধি করে তখনই অনলাইনে গেম খেলা বন্ধ করে মায়ের কাছে ছুটে গিয়ে গোটা ঘটনাটা জানায়। এইভাবেই তো অপরাধ প্রবণতা বাড়ে। সাইবার ক্রাইম শুরু হয়। মহারাষ্ট্র সরকারের কাছে আমার আর্জি, প্রতি সপ্তাহে যেন স্কুল পড়ুয়াদের জন্য সাইবার পিরিয়ড বলে একটা ক্লাস চালু হয়।” সেই তালিকায় সপ্তম, অষ্টম, নবম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের রাখার অনুরোধ করেছেন খিলাড়ি। যাতে নতুন প্রজন্ম বিপথে পা না বাড়ায় কিংবা সাইবার ক্রাইমের ফাঁদে না পড়ে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.