সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছুটির দিনে মুম্বইয়ের বান্দ্রার প্রেক্ষাগৃহে ‘হাউসফুল ৫’ ছবি দেখে বেরনোর সময় ‘বিপাকে’ দর্শকরা। মুখোশধারীদের খপ্পরে পড়লেন তাঁরা। এই ঘটনায় তাজ্জব প্রায় সকলে। কেউ কেউ তাড়াহুড়ো করে পালিয়ে গেলেন। আবার কেউ মুখোশধারীর জবাবও দিলেন।
ব্যাপারটা কী? চলুন তা খোলসা করা যাক। অক্ষয় কুমার সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা গিয়েছে, মুখোশ পরে প্রেক্ষাগৃহে বাইরে দাঁড়িয়ে রয়েছেন তিনি নিজেই। দর্শকদের ধরে ধরে ছবি কেমন লাগল, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। দর্শকরা তাঁদের প্রতিক্রিয়া জানান। বেশিরভাগ দর্শকই জানান, বেশ ভালো লেগেছে। অক্ষয়ের হল রিভিউ নেওয়ার প্রক্রিয়া বেশ অভিনব, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তাই মজাদার ভিডিওটি সোশাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে গিয়েছে।
View this post on Instagram
অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ অভিনীত বহু প্রতীক্ষিত বিগ বাজেট ছবি ‘হাউসফুল ৫’। রঞ্জিত ডোবরিয়াল নামে এক বিলিয়নিয়ার তাঁর একশোতম জন্মদিনে সকলকে এক প্রমোদতরীতে আমন্ত্রণ জানান ‘উইল’ পড়ে শোনানোর জন্য। যোগ্য উত্তরাধিকারের হাতে তুলে দেবেন তাঁর এই বিপুল সম্পত্তি। কিন্তু গোল বাঁধে ছেলের নাম ‘জলি’ নিয়ে। কারণ সেই পার্টিতে আরও দুজনের নাম জলি। রঞ্জিত ডোবরিয়ালের আসল উত্তরাধিকার কে? সম্পত্তি পাওয়ার জন্য এবার শুরু হয় নানা ফন্দি-ফিকির! রোমান্স, কমেডিতে ভরপুর ‘হাউসফুল ৫’ ছবি কেমন হয়েছে, তা নিয়ে দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া। তবে ২ দিনে ৫০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে ছবিটি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.