সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রিয় তারকাদের সামনে পেলে অনুরাগীদের উচ্ছ্বাস বাঁধ মানতে চায় না। আর সেই উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ স্বাভাবিকভাবেই একেকজনের একেকরকম। তবে দুর্গাপুজোর মণ্ডপে আলিয়া ভাটকে দেখে এক মহিলা অনুরাগী নিরাপত্তা বলয় টপকে যে কাণ্ড ঘটালেন, তাতে রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছেন খোদ নায়িকা!
ঠিক কী ঘটেছে? নবমীর নিশিতে রানি-কাজলদের নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজোয় হাজির হয়েছিলেন কাপুর বাড়ির বউমা। নবরাত্রি উপলক্ষে তাঁর সাজপোশাকও ছিল রীতিমতো নজরকাড়া। সেই মণ্ডপ থেকে বেরনোর সময়েই এক অনুরাগী কড়া নিরাপত্তা বলয় টপকে আলিয়ার হাত টেনে-হিঁচড়ে তাঁর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করছিলেন। স্বাভাবিকভাবেই এমন কাণ্ড দেখে হতভম্ব হয়ে পড়েন অভিনেত্রী। তড়িঘড়ি তাঁর নিরাপত্তারক্ষীরা ছুটে আসেন ওই মহিলাকে শান্ত করার জন্য। কিন্তু ওই অনুরাগীরাও নাছোড়বান্দা। ছবি তুলবেনই! শেষমেশ আলিয়াই মধ্যস্থতা করে পরিস্থিতি বাগে আনেন। আর পাঁচজন তারকার মতো মোটেই ভক্তের কাণ্ডে বিরক্ত হয়ে তাঁকে দূরছাই করেননি, বরং নিরাপত্তরক্ষীদের থামিয়ে ওই মহিলাকে কাছে টেনে ছবি তোলার আবদার রেখেছেন। এরপরই সেখান থেকে বেরিয়ে যান অভিনেত্রী। আর সেই ভিডিওই বর্তমানে নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল।
View this post on Instagram
আসলে অনুরাগীদের মন জিততে বরাবরই আলিয়ার জুড়ি মেলা ভার! একাধিকবার ভক্তদের সঙ্গে তাঁর মিষ্টি আচরণ মন কেড়েছে নেটভুবনের। এবারও মাঠে নেমে অনুরাগীকে শান্ত করে তাঁর আবদার রেখে সকলের মন জয় করে নিলেন অভিনেত্রী। প্রসঙ্গত, অয়ন মুখোপাধ্যায়ের কাছের বন্ধু হওয়ার সুবাদে মুখার্জি পরিবারের সঙ্গে আলিয়া-রণবীরের সুসম্পর্ক দীর্ঘদিনের। সেই প্রেক্ষিতেই মহানবমীতে তাঁদের বাড়ির পুজোয় পৌঁছে গিয়েছিলেন আলিয়া ভাট। আর সেই নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপেই আলিয়া ভাটকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড! একেই বোধহয় বলে ‘ভালোবাসার পরাকাষ্ঠা’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.